বাংলা হান্ট ডেস্কঃ সদ্য কলকাতায় শেষ হয়েছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। দুদিনের এই অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট। দেশ-বিদেশের বহু নামি-দামি শিল্পপতিদের উপস্থিতিতে আলোকিত হয়ে উঠেছিল বাণিজ্য সম্মেলনের মঞ্চ। তাঁদের মধ্যেই সকলের নজর কেড়েছিলেন বাংলার ক্রিকেট তারকা সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। অনেকেই আশা করেছিলেন এই বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকেই উঠে আসবে সৌরভের প্রস্তাবিত ইস্পাত কারখানার কথা।
সৌরভদের (Sourav Ganguly) কারখানার ভবিষ্যৎ নিয়ে চিন্তায় শিল্পমহল
বিশেষ করে এই ইস্পাত কারখানা নিয়ে ব্যাপক কৌতূহলী ছিলেন পশ্চিম মেদিনীপুরের শিল্পমহল। তবে এবারের বাণিজ্য সম্মেলন থেকে সরাসরি সেই প্রসঙ্গ উঠলই না। বাণিজ্য সম্মেলনে সশরীরে হাজির থাকলেও সংক্ষিপ্ত জবাবে সৌরভ (Sourav Ganguly) শুধু বলেছিলেন, ‘আমি ব্যবসার তেমন কিছু বুঝি না। তবে গত কয়েক বছর ধরে লগ্নি করার চেষ্টা করছি। এই ব্যাপারে আমি মুখ্যমন্ত্রী এবং তাঁর আধিকারিকদের থেকে ভীষণ সমর্থন ও সাহায্য পাই।’ পাশেই থাকা মুখ্যমন্ত্রী এদিন সৌরভের কথা শুনে বলে ওঠেন, ‘সৌরভ ভেঙে বলল না। ও নিজেও কিন্তু বিনিয়োগ করছে।’
প্রসঙ্গত প্রস্তাবিত ইস্পাত কারখানার জন্য যে জমি দেওয়া হয়েছে তা নিয়ে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা চলছে। আদালতে মামলা এখনও বিচারাধীন। তবে সংশ্লিষ্ট মহলের মতে সে জন্যই সৌরভ (Sourav Ganguly) বা মুখ্যমন্ত্রী কেউই ভেঙে কিছু বলেননি। তবে ঘটনায় হতাশ জেলার শিল্প মহল।
আরও পড়ুন: বেআইনি পার্কিং করলেই খবর! সঙ্গে সঙ্গে চলে যাবে ছবি, নতুন APP আনছে KMC
পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক চন্দন বসু এপ্রসঙ্গে বলেছেন, ‘আমরা আশা করেছিলাম, বিশ্ব বঙ্গ শিল্প সম্মেলনে সৌরভদের কারখানার প্রসঙ্গ আসবে। তা না হওয়ায় আমরা খানিক আশাহতই। তবে আমরা আশায় থাকছি, ওই বড় শিল্পটা আমাদের জেলাতেই হবে। জেলার আর্থ-সামাজিক পরিস্থিতির উন্নতি হবে।’
শালবনিতে এখনও পর্যন্ত বাস্তবায়িত হয়নি জিন্দলদের প্রস্তাবিত ইস্পাত কারখানা। এরই মধ্যে সৌরভদের প্রস্তাবিত ইস্পাত কারখানার ভবিষ্যৎ নিয়ে চর্চা শুরু হয়েছে জেলার শিল্পমহলে। জানা যাচ্ছে, সব ঠিক থাকলে সৌরভদের এই প্রস্তাবিত ইস্পাত কারখানা গড়ে উঠতে পারে চন্দ্রকোনা রোডের (গড়বেতা-৩ ব্লক) ডুকিতে।