মাত্র ২৮ বছর বয়সেই ভারতীয় ক্রিকেটকে বিদায় জানালেন ছোটদের বিশ্বকাপজয়ী অধিনায়ক, এবার খেলবেন আমেরিকায়

বাংলা হান্ট ডেস্কঃ উন্মুক্ত চান্দ নামটি ভারতীয় ক্রিকেটে যেন এক নিভে যাওয়া তারার গল্প। ২০১২ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতে নিয়ে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন তিনি। তার মধ্যে বিরাট কোহলি, যুবরাজ সিংহদের ছায়া দেখছিলেন অনেকেই। সাথে সাথেই আইপিএলে সুযোগও পেয়ে যান উন্মুক্ত। কখনো মুম্বাই ইন্ডিয়ান্স কখনো দিল্লি বারবার দলে টেনেছে তাকে।

কিন্তু খুব বড় একটা প্রভাব ফেলতে পারেননি এই তারকা ক্রিকেটার। অনেকে এও বলেন, প্রতিভার অভাব ছিল না, কিন্তু কার্যত সেভাবে আইপিএলে নিজেকে সেভাবে বিকশিত করতে পারেননি উন্মুক্ত। সেই কারণেই মাত্র কয়েক দিন আগে ২৮ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন তিনি। নিজের বিদায় বার্তা লিখতে গিয়েই, উন্মুক্ত পরিষ্কার করে দিয়েছিলেন জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তিনি। তখন অনেকেই অনুমান করেছিল হয়তোবা আমেরিকার কোন বিদেশী লিগে খেলতে পারেন ভারতকে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জেতানো এই অধিনায়ক। কারণ অবসর না নিলে এ ধরনের বিদেশি লীগে খেলতে দেয়না বিসিসিআই।

https://twitter.com/UnmuktChand9/status/1426128504131710980?s=19

অবশেষে সত্যি হলো সেই জল্পনা, জানা গিয়েছে চলতি মরশুমে সিলিকন ভ্যালি স্ট্রাইকার্সের হয়ে মাঠে নামেন তিনি। উন্মুক্ত বলেন, “আমেরিকার ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে পেরে খুব ভাল লাগছে। এই দেশের ক্রিকেটের উন্নতিতে অবদান রাখতে চাই। একই সঙ্গে মেজর লিগ ক্রিকেটে অংশগ্রহণ করতে পারায় খুবই আনন্দিত। স্ট্রাইকার্সদের হয়ে মাইনর লিগ ক্রিকেটে খেলতে মুখিয়ে আছি।”

IMG 20210817 115522

প্রসঙ্গত উল্লেখ্য, প্রথম শ্রেণীর ক্রিকেটে ৬৭ টি ম্যাচ খেলে ৩৩৭৯ রান সংগ্রহ করেছিলেন উন্মুক্ত, সর্বোচ্চ স্কোর ১৫১। এছাড়া লিস্ট এ কেরিয়ারে ১২০ টি ইনিংস খেলে তিনি সংগ্রহ করেছেন ৪৫০৫ রান। এছাড়া আইপিএলে তিনি খেলেছেন ২১টি ম্যাচ, সংগ্রহ করেছেন ৩০০ রান, সর্বোচ্চ স্কোর ৫৮। এখন বিদেশি লীগের সুযোগ পেলে হয়তো ফের একবার জ্বলে উঠতে পারেন উন্মুক্ত। সেটাই এখন চাইবেন তার সমর্থকরা।

 

Abhirup Das

সম্পর্কিত খবর