চাপে ইমরান সরকার, POK নিয়ে আদেশ জারি করল পাকিস্তানের আদালত

বাংলাহান্ট ডেস্কঃ ভারত (India) পাকিস্তানকে (Pakistan) পাক অধিকৃত কাশ্মীর (PoK) খালি করার জন্য বলেছে। ভারতীয় বিদেশ মন্ত্রালয় (MEA) জানিয়েছে যে, তাঁরা পাকিস্তানকে বলে দিয়েছে গিলগিট বাল্টিস্তান (Gilgit-Baltistan) সমেত পুরো জম্মু কাশ্মীর (Jammu-Kashmir) আর লাদাখ (Ladakh) ভারতের অভিন্ন অংশ ভারতের সঙ্গে নতুন করে বচসায় জড়িয়েছে পাকিস্তান। কার সীমানা কতটা তা নিয়ে বেড়েছে জটিলতা। তাই পাকিস্তানের বিরুদ্ধে নোটিশ দিয়েছে ভারতের বিদেশমন্ত্রক। চাপে ইমরান সরকার, POK নিয়ে আদেশ জারি করল পাকিস্তানের আদালত।

পাকিস্তানের সুপ্রিম কোর্ট পিওকে সংক্রান্ত একটি আদেশ জারি করে ক্ষুব্ধ ভারত কড়া জবাব দিয়েছে। বিদেশ মন্ত্রক পাকিস্তানকে স্পষ্ট  যে গিলগিট-বালতিস্তান সহ জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। এমন পরিস্থিতিতে পাকিস্তান জোরপূর্বক অঞ্চল সম্পর্কিত কোনও আদেশ দিতে পারে না। সেখানকার আদালতেরও জোরপূর্বক দখলকৃত এলাকায় নির্বাচন সংক্রান্ত কোনও আদেশ দেওয়ার অধিকার নেই। ভারত বলেছে যে এই জাতীয় পদক্ষেপের মধ্য দিয়েই পাকিস্তান POK এ মানবাধিকার লঙ্ঘনগুলি আড়াল করার চেষ্টা করা হচ্ছে। একই সাথে, ভারত পাকিস্তানকে বলেছিল যে সেগুলি জোর করে দখল করে নিয়েছে সে অঞ্চলগুলি সরিয়ে নেওয়া উচিত।

সম্প্রতি পাকিস্তানের সুপ্রিম কোর্ট পাক-অধিকৃত কাশ্মীরের গিলগিট-বালতিস্তানের ভোট নিয়ে প্রশ্ন তুললে ভারত সেই প্রেক্ষিতে কড়া জবাব দিয়েছে। ভারত স্পষ্ট জানিয়েছে, গোটা জম্মু ও কাশ্মীর, লাদাখ এবং গিলগিট-বালতিস্তান ভীষণভাবে ভারতের অংশ।

image 18

বিদেশমন্ত্রক পাকিস্তানের সুপ্রিম কোর্ট অর্ডার ভিত্তি করে আরও জানিয়েছে, পাকিস্তানের এক্ষুনি সব অবৈধভাবে নেওয়া জায়গা ছেড়ে দেওয়া উচিত এবং সব জায়গা খালি করে দেওয়া উচিত।

বয়ানে বলা হয়েছে যে, ‘এটা স্পষ্ট ভাবে বলে দেওয়া হচ্ছে যে কেন্দ্রশাসিত প্রদেশের পুরো জম্মু কাশ্মীর আর লাদাখ যার মধ্যে গিলগিট আর বাল্টিস্তানও আছে, সেটা সম্পূর্ণ ভাবে আইনি আর অপরিবর্তিত বিলয় অনুযায়ী ভারতের অভিন্ন অংশ।”

pakistan 10

বিদেশ মন্ত্রক বলেছেন, যে পাকিস্তানকে স্পষ্ট কথায় বলা হয়েছে যে গিলগিট-বালতিস্তান সহ জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের এক অবিচ্ছেদ্য অঙ্গ। এমন পরিস্থিতিতে পাকিস্তান জোরপূর্বক অঞ্চল সম্পর্কিত কোনও আদেশ দিতে পারে না। সেখানকার আদালতেরও জোর করে বলার অধিকার নেই দখলকৃত এলাকায় নির্বাচন সংক্রান্ত আদেশ জারি করতে পারে। ভারত বলেছে যে এ জাতীয় পদক্ষেপের মধ্য দিয়ে পাকিস্তান পিওকে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা গোপন করার চেষ্টা করছে। একই সাথে, ভারত পাকিস্তানকে বলেছিল যে সেগুলি জোর করে দখল করে নিয়েছে সে অঞ্চলগুলি সরিয়ে নেওয়া উচিত।

ভারতের তরফে পাকিস্তানের কূটনীতিকের থেকে রাজনৈতিক বিচার চাওয়া হয়েছে। পাশাপাশি, পাকিস্তানের এই প্রচেষ্টাকে কটাক্ষ করেছে ভারত। পাক-অধিকৃত কাশ্মীরের সীমানায় জোর করে পরিবর্তন করছে পাকিস্তান। শীঘ্রই তাঁদের অধিকৃত জায়গা খালি করতে বলা হয়েছে। বিদেশমন্ত্রক জানিয়েছে, “কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীর এবং লাদাখ এবং গিলগিট-বালটিস্তান সম্পূর্ণ ভারতের অংশ”।

pok modi

আরও জানানো হয়েছে, “পাক-সরকার এবং বিচারব্যবস্থার জোর করে অধিকার নিয়েছে। ভারত সম্পূর্ণ এই কাজ প্রত্যাহার করছে। ভারতের জম্মু ও কাশ্মীরের অংশে পাকিস্তান জোর করে অধিকার ফলাচ্ছে। ১৯৯৪ সালে সংসদে এই বিষয়টি পরিষ্কার করা হয়েছে। জম্মু ও কাশ্মীরে আর্টিকলে 370 এবং 35A নিষ্ক্রিয়করণের অনেক আগেই পাক অধিকৃত কাশ্মীরে একই কাজ করেছিল পাকিস্তান। ঠিক এই কারণেই, আন্তর্জাতিক মঞ্চে ইমরান খান আর্টিকলে 370 নিয়ে মুখ দেখাতে পারেননি।

একটি বিশেষ অর্ডারের মাধ্যমে ‘পাক অধিকৃত কাশ্মীরের’ গিলগিট- বালটিস্তানের অধিকার খর্ব করেছিল পাকিস্তানও। তা খুব বেশি দিনের কথা নয়। ঘটনাটি ঘটেছিল ২০১৮ সালের ২১ মে’তে। তখন পাক প্রধানমন্ত্রী ছিলেন শাহিদ খাকান আব্বাসি। প্রতিবাদ করেছিল ভারত। পাত্তা দিতে চায়নি পাকিস্তান। আর্টিকলে 370 এবং 35A সম্পর্কে আন্তর্জাতিক মঞ্চে সমর্থন চাইছে পাকিস্তান। কিন্তু, ইমরান খান সরকার তেমন সুবিধাজনক অবস্থানে নেই। ঠিক ২০১৮ সালের গিলগিট- বালটিস্তানের ওই অর্ডার পাকিস্তানকে অস্বস্তিতে রাখছে।


সম্পর্কিত খবর