বাংলাহান্ট ডেস্কঃ কিছুটা স্বস্তি! এই মাসের বিল থেকে শুধু মাত্র জুনে ব্যবহার করা বিদ্যুতের খরচই দিতে হবে। জুন মাসের বিলে এপ্রিল ও মে মাসের যে টাকা যুক্ত করা হয়েছে তা এখন দিতে হবে না।
— CESC Limited (@CESCLimited) July 19, 2020
জানা গিয়েছে, চলতি মাসে ইলেকট্রিক বিল পেয়ে অনেক সিইএসসি গ্রাহকেরই মাথায় হাত পড়েছে। বিপুল পরিমাণ টাকার বিল পাঠিয়েছে সিইএসসি (CESC)।
এনিয়ে গত ক’দিন ধরেই প্রবল চাপের মধ্যে সংস্থা। তাদের যুক্তি ছিল জুন মাসের বিলের মধ্যে এপ্রিল ও মে মাসের বিলের অংশও যুক্ত করা হয়েছে। ওই সময়ে লকডাউন চলায় মিটার রিডিং হয়নি বলে অনেকের কাছেই কম টাকার বিল গিয়েছিল।
এই যুক্তি দেখালেও চাপ একটুও কমেনি সিইএসসির উপর থেকে। জানানো হল, যে বর্ধিত টাকা যোগ করা হয়েছিল এখনই সেই বাড়তি মাসুল দিতে হবে না গ্রাহকদের। শুধুমাত্র জুনের ইউনিট খরচটুকু দিলেই হবে।
পাশাপাশি বাড়ানো হল বিল মেটানোর মেয়াদও। রবিবার টুইট করে এমনটাই জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই বিষয়টিকে কলকাতার জয় বলেই মনে করছেন তিনি।
এবার রবিবার রাতে সিইএসসি টুইট করে জানাল, এখন পুরনো মাসের টাকা দিতে হবে না। শুধু মাত্র জুন মাসে যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করা হয়েছে তার বিলই মেটাতে হবে। তবে এর জন্য নতুন বিল আসবে কিনা কিংবা এলে তা কবে আসবে সে ব্যাপারে এখন কিছুই জানানো হয়নি।