বাংলা হান্ট ডেস্কঃ আন্ডারওয়ার্ল্ড ডন (underworld don) এন মুথাপ্পা রায় (n muthappa rai) শুক্রবার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলো। দীর্ঘদিন ধরে মুথাপ্পা রায় ক্যান্সারে আক্রন্ত ছিল। হাসপাতাল সুত্র থেকে জানা যায় যে, ৬৮ বছর বয়সী মুথাপ্পা রায় বিগত এক বছর ধরে মস্তিস্কের ক্যান্সারে আক্রান্ত ছিল। তাঁকে মনিপাল হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। রাত ২ঃ৩০ নাগাদ তাঁর মৃত্যু ঘটে।
দক্ষিণ কন্নড়ের পুত্রুর শহরে তুলু ভাষী বত্না পরিবারে জন্ম নেওয়া মুথাপ্পা অনেক ছোট বয়সেই অপরাধের দুনিয়ায় প্রবেশ করে। কর্ণাটকের পুলিশ রায়ের বিরুদ্ধে হত্যা এবং লুঠপাট সমেত আটটি মামলায় গ্রেফতারি ওয়ারেন্ট জারি করেছিল। ২০০২ সালে রায়কে সংযুক্ত আরব আমিরাত থেকে ভারতে আনা হয়েছিল।
আরব থেকে ভারতে আনার পর সিবিআই, র, আইবি আর কর্ণাটক পুলিশ সমেত অনেক তদন্তকারী সংস্থা জিজ্ঞাসাবাদ চালায়। পরে প্রমাণের অভাবে তাঁকে মুক্ত করে দেওয়া হয়। অপরাধ ছেড়ে নিজের স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য রায় একটি পরমার্থ সংগঠন ‘জয় কর্ণাটক” নামের সংস্থার স্থাপনা করেছিল।
২০১১ এবং ২০১২ সালে রায় দক্ষিণের দুটি সিনেমায় অভিনয়ও করেছিল। বলিউড নির্দেশক রাম গোপাল বর্মা রায়ের জীবনে আধারিত একটি সিনেমা বানাতে চাইছিলেন। কিন্তু কোন কারণে ওই সিনেমা বানানো সম্ভব হয়নি। রায়ের পরিবার জানায় যে, তাঁর সৎকার সম্ভবত শুক্রবার করা হবে।
দলের মধ্যেই অভিষেককে কোণঠাসা করছেন কে? সামনে বিস্ফোরক অভিযোগ…