বাংলাহান্ট ডেস্ক : ক্রমাগত ভারতে বেড়ে চলেছে জনসংখ্যা। তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে বেকারত্ব (Unemployment)। তবে সম্প্রতি বেকারত্বের হারের নিরিখে কিছুটা হলেও স্বস্তিতে পশ্চিমবঙ্গ (West Bengal)। সর্বনিম্ন বেকারত্ব হারের নিরিখে প্রথম দশটি রাজ্যের মধ্যে নাম রয়েছে বাংলার। কেন্দ্রীয় সরকারের ‘ন্যাশনাল স্যাম্পেল সার্ভে অফিস’-র প্রকাশিত রিপোর্টে বলা হচ্ছে, পশ্চিমবঙ্গে ১৫ বছর থেকে ২৯ বছর বয়সীদের মধ্যে বেকারত্বের হার ৯%।
বাংলার (West Bengal) বেকারত্ব (Unemployment)
পুরুষদের ক্ষেত্রে বেকারত্বের (Unemployment) হার ৮.৫% ও মহিলাদের ক্ষেত্রে বেকারত্বের হার ১০ শতাংশ। সর্বনিম্ন বেকারত্বের নিরিখে পশ্চিমবঙ্গ রয়েছে নবম স্থানে। মধ্যপ্রদেশ, গুজরাট, ঝাড়খণ্ড, ত্রিপুরা, সিকিমের মতো রাজ্যগুলি রয়েছে পশ্চিমবঙ্গের আগে। তবে কেন্দ্রীয় সরকারের এই রিপোর্টে রীতিমত উদ্বেগজনক ছবি ধরা পড়েছে কেরলের জন্য। ভারতের সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চল ও রাজ্য মিলিয়ে সর্বোচ্চ বেকারত্বের হারে কেরলের অবস্থান তিন নম্বরে।
আরোও পড়ুন : প্রতিভাকে রুখবে কে! ‘মোটা’ বলে বাতিল, নিজের দমেই নতুন চরিত্র নিয়ে ফিরছেন অনামিকা
লাক্ষাদ্বীপ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে তালিকার প্রথম দুটি স্থানে। রিপোর্ট অনুযায়ী, রাজ্যগুলির মধ্যে কেরলে বেকারত্বের হার সবথেকে বেশি। ‘ন্যাশনাল স্যাম্পেল সার্ভে অফিস’-র পক্ষ থেকে পেশ করা পরিসংখ্যানে তুলে ধরা হয়েছে ২০২৩ সালের জুলাই থেকে ২০২৪ সালের জুন মাসের চিত্রটা। এই সময়টাতে ভারতে সার্বিকভাবে বেকারত্বের হার ছিল ১০.২ শতাংশ। পুরুষদের ক্ষেত্রে এই হার ৯.৮ শতাংশ ও মহিলাদের ক্ষেত্রে ১১ শতাংশ।
২০২২-২৩ সালে সার্বিকভাবে ভারতে বেকারত্বের হার ছিল দশ শতাংশ। অর্থাৎ গত এক বছরে ভারতে সার্বিকভাবে বেকারত্বের (Unemployment) হার বৃদ্ধি পেয়েছে। এই পরিসংখ্যান অনুযায়ী, ভারতে সবথেকে কম বেকারত্ব রয়েছে মধ্যপ্রদেশে। এই রাজ্যে বেকারত্বের হার ২.৬ শতাংশ। দ্বিতীয় ও তৃতীয় নম্বরে যথাক্রমে রয়েছে গুজরাট এবং ঝাড়খন্ড। এই দুই রাজ্যে বেকারত্বের হার যথাক্রমে ৩.১ শতাংশ ও ৩.৬ শতাংশ।