বাংলাহান্ট ডেস্ক : অতি সম্প্রতি সেনা মহড়া দেখতে গিয়ে যুদ্ধের ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস। এদিকে দেশের অবস্থা তথৈবচ। আর একথা দাবি করছে বাংলাদেশেরই বিভিন্ন সংবাদ মাধ্যম। রিপোর্ট বলছে, বাংলাদেশে পাল্লা দিয়ে বাড়ছে বেকার সংখ্যা। বাংলাদেশের (Bangladesh) সরকারি হিসেবেই বলা হয়েছে দেশে বেকার সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে।
বাংলাদেশে (Bangladesh) অশান্ত পরিস্থিতির মাঝে বেকার সংখ্যা বৃদ্ধি
রবিবার বাংলাদেশ (Bangladesh) ব্যুরো অফ স্ট্যাটিসটিক্স এর তরফে শ্রম শক্তি সমীক্ষা ২০২৪ এর একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সেখানের হিসাব বলছে, ২০২৪-২৫ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে বাংলাদেশে (Bangladesh) বেকার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ লক্ষ ৬০ হাজার। এই সংখ্যাটা বেড়েছে ২০২৪ এর জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে। অর্থাৎ যে সময়টা বাংলাদেশে চলছিল চূড়ান্ত অশান্ত পরিস্থিতি এবং রাজনৈতিক পালাবদলের পর্ব।
নতুন নিয়মে বেকার সংখ্যা নির্ধারণ: বাংলাদেশি (Bangladesh) সংবাদ মাধ্যম সূত্রে খবর, ইন্টারন্যাশনাল কনফারেন্স অফ লেবার স্ট্যাটিসটিক্স বা ১৯ তম আইসিএলএস এর নিয়ম অনুযায়ী দেশে বেকারত্বের নতুন সংখ্যা নির্ধারণ করা হয়েছে। এই নতুন নিয়ম অনুযায়ী বলা হয়েছে, যে সমস্ত ব্যক্তিরা কোনো উৎপাদনমূলক কাজের সঙ্গে যুক্ত থাকা সত্ত্বেও পণ্য বিক্রি কিংবা বাজারে কোনো পরিষেবা প্রদানের সঙ্গে যুক্ত নেই তাদের বেকার বলে চিহ্নিত করা হবে।
আরো পড়ুন : ভেঙেছে বিয়ে, নতুন ইনিংস শুরুর আগে “ইচ্ছে” পূরণ করলেন জিতু, মুহূর্তে ভাইরাল হল ভিডিও
উল্লেখযোগ্য ভাবে বেড়েছে বেকারত্ব: বাংলাদেশ (Bangladesh) ব্যুরো অফ স্ট্যাটিসটিক্সের একজন প্রতিনিধির তরফে জানানো হয়েছে, এই নিয়মে এই প্রথম দেশে সমীক্ষা চালিয়ে বেকার সংখ্যা নির্ধারণ করা হয়েছে। এর ফলে পরিসংখ্যানে কিছু্ ভুল থাকতে পারে বলেও মনে করছেন আধিকারিকরা। এর আগে ১৩ তম আইসিএলএস এর সমীক্ষায় বাংলাদেশে (Bangladesh) কর্মরত মানুষের সংখ্যা ছিল প্রায় ৭ কোটি ৬০ লক্ষ।
আরো পড়ুন : মা-মেয়ের ডবল রোলে অঙ্কিতা, দুর্গার নায়ক হয়ে ‘জগদ্ধাত্রী’তে এন্ট্রি নতুন হিরোর!
ওই সমীক্ষা অনুসারে শ্রমিক শক্তির অধীনে প্রায় ৬ কোটি ৭৫ লক্ষ মানুষ মজুরি পাওয়ার জন্য সাত দিনে এক ঘন্টা অন্তত শ্রম দান করেন। যদিও এদের কর্মরত বা কর্মহীন কোনো অংশেই রাখা যায়নি। বাংলাদেশি সংবাদ মাধ্যমে দাবি, ক্রমাগত রাজনৈতিক অস্থিরতা এবং বিগত এক বছরে দেশে তেমন উল্লেখযোগ্য বিনিয়োগ না হওয়াতেই বেকারত্ব এত বেড়েছে। বিশেষ করে এতে কৃষি ক্ষেত্রে সবথেকে বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।