বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত চাঞ্চল্যকর আপডেট সামনে এসেছে। মূলত, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank Of India) একটি সমীক্ষাতেই উঠে এসেছে চিন্তার তথ্য। জানা গিয়েছে যে, RBI-এর পরিবারের মুদ্রাস্ফীতি প্রত্যাশা সমীক্ষায় অনুমান করা হয়েছে যে পরিবারগুলির ক্ষেত্রে আগামী তিন মাসের জন্য মুদ্রাস্ফীতি ২০ বেসিস পয়েন্ট এবং পরবর্তী এক বছরের জন্য ১০ বেসিস পয়েন্ট বৃদ্ধি ঘটতে পারে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, গত মাস অর্থাৎ মে মাসের ২ থেকে ১১ তারিখ পর্যন্ত মোট ১৯ টি বড় শহরে এই সংক্রান্ত সমীক্ষা চালানো হয়। যেখানে মোট ৫,৯৪৩ টি শহুরে পরিবারে এই সমীক্ষা চালানো হয়েছিল। ওই সমীক্ষায় মহিলা উত্তরদাতারা নমুনার ৫২.৬ শতাংশ জুড়ে রয়েছেন। ইতিমধ্যেই, এই সমীক্ষার পরিপ্রেক্ষিতে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে RBI।
যেখানে কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছে যে, উত্তরদাতাদের একটি বড় অংশ অনুমান করেছেন যে সমস্ত বৃহৎ পণ্য গোষ্ঠীর ক্ষেত্রে দাম এবং মুদ্রাস্ফীতি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, স্বনির্ভর উত্তরদাতারা সর্বোচ্চ স্তরের মুদ্রাস্ফীতির প্রত্যাশা করেছেন বলেও জানা গিয়েছে।
আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে মেগা প্ল্যান বাবরের! পাকিস্তান দলে ফিরছেন বিধ্বংসী প্লেয়ার
এদিকে, RBI-এর উপভোক্তা আস্থা সমীক্ষায় আরও দেখা গিয়েছে যে, গ্রাহকরা আগামী এক বছরের মধ্যে প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় উভয় ব্যয় সহ সামগ্রিক ব্যয়ে উচ্চতর বৃদ্ধির প্রত্যাশা রেখেছেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, উপভোক্তা আস্থা সমীক্ষা দেশের অর্থনীতির অবস্থা সম্পর্কে সামগ্রিকভাবে জনসাধারণের বর্তমান মনোভাবকে তুলে ধরে।
আরও পড়ুন: “ভারতের পাশাপাশি পাকিস্তানের জন্যও ভালো প্রধানমন্ত্রী মোদী”, প্রশংসায় পঞ্চমুখ পাক ব্যবসায়ী
রিজার্ভ ব্যাঙ্কের প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, উপভোক্তাদের আস্থা সামান্য হ্রাসের বিষয়ে যে কারণটি রয়েছে তা হল “সাধারণ অর্থনৈতিক পরিস্থিতি এবং কর্মসংস্থানের সম্ভাবনা সম্পর্কে তুলনামূলকভাবে সংযত মনোভাব।” উপভোক্তাদের আস্থা সামান্য হ্রাস পেয়েছে। এদিকে, কারেন্ট সিচুয়েশন ইনডেক্স বর্তমানে মে মাসে ৯৭.১-এ নেমে এসেছে। যা দুই মাস আগে ৯৮.৫ ছিল। এদিকে, ফিউচার এক্সপেকটেশন ইনডেক্স গত মে মাসে ১২৫.২ থেকে কমে ১২৪.৮ হয়েছে। যেটি দেশের অর্থনীতির অবস্থার প্রতি হতাশাজনক মনোভাবের সামান্য বৃদ্ধির ইঙ্গিত প্রদান করে।