বাংলা হান্ট ডেস্কঃ মৌনী অমাবস্যায় অমৃতস্নান ঘিরে মহাকুম্ভে হুড়োহুড়ি পড়ে গিয়েছিল। যার জেরে পদদলিত (Maha Kumbh Stampede) হওয়ার ঘটনা ঘটে। তাতে প্রাণ হারিয়েছেন বহু মানুষ, আহতের সংখ্যা একাধিক। এই নিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) জনস্বার্থ মামলা দায়ের হওয়ার কথা আগেই জানা গিয়েছিল। এবার এই ঘটনায় বড় নির্দেশ দিয়ে দিল শীর্ষ আদালত।
মহাকুম্ভে পদদলিত হওয়ার ঘটনায় কী বলল সুপ্রিম কোর্ট (Supreme Court)?
প্রত্যেক বছর কুম্ভমেলায় (Maha Kumbh Mela) উপচে পড়ে পুণ্যার্থীদের ভিড়। চলতি বছরও এর ব্যতিক্রম হয়নি। এবারও দেশের নানান রাজ্য থেকে বহু মানুষ মহাকুম্ভে ছুটে গিয়েছিলেন। তবে মৌনী অমাবস্যার রাতেই ঘটে যায় পদপিষ্ট হওয়ার ঘটনা। এই নিয়ে শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন বিশাল তিওয়ারি নামের এক আইনজীবী। এবার তার প্রেক্ষিতেই বড় নির্দেশ দিয়ে দিলেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না।
সোমবার সিজেআই খান্না (CJI Sanjiv Khanna) বলেন, ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, তবে এই মামলায় ইতিমধ্যেই বিচারবিভাগীয় তদন্ত শুরু হয়েছে। আপনারা এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হোন’। মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনায় দায়ের হওয়া জনস্বার্থ মামলা শোনেনি শীর্ষ আদালত। সেই মামলা খারিজ করে মামলাকারীকে উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেওয়া হল।
আরও পড়ুনঃ ‘সাব্বির মারলে আপত্তি থাকলে এবার আবির মারবে’! বিস্ফোরক মদন মিত্র
এদিন উত্তরপ্রদেশ সরকারের তরফে আইনজীবী ছিলেন মুকুল রোহতগি। জানা যাচ্ছে, তিনি এদিন সুপ্রিম কোর্টে (Supreme Court) বলেন, ইতিমধ্যেই এই ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত শুরু হয়েছে। সেই সঙ্গেই হাইকোর্টেও মামলা হয়েছে।
উল্লেখ্য, মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় (PIL) মামলাকারীর বক্তব্য ছিল, প্রয়াগরাজে কী কী বন্দোবস্ত করেছিল যোগী সরকার, পদপিষ্ট হওয়ার ঘটনার পর কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট দিতে হবে রাজ্যকে। মামলাকারীর দাবি, কুম্ভমেলা প্রাঙ্গনে প্রত্যেকটি রাজ্যের আলাদা আলাদা সুবিধা কেন্দ্র থাকতে হবে, কোথায় কী আছে না আছে সেই বিষয়ে বিস্তারিত তথ্য পুণ্যার্থীদের কাছে তুলে ধরতে হবে। সকল ভাষায় ঘোষণা করতে হবে বলে দাবি জানিয়েছেন মামলাকারী।
একইসঙ্গে মহাকুম্ভ মেলায় পদপিষ্ট হওয়ার ঘটনায় ক্ষেত্রে প্রশাসনিক গাফিলতির কথা সুপ্রিম কোর্টে (Supreme Court) তুলে ধরেছিলেন মামলাকারী তথা আইনজীবী বিশাল তিওয়ারি। পদদলিত হওয়ার এই ঘটনায় অভিযোগ উঠেছে, ভিআইপিদের পরিষেবা দিতে গিয়ে আমজনতার প্রতি অবহেলা হয়েছে। এর প্রেক্ষিতে মামলাকারীর দাবি, ভিআইপি সংস্কৃতি বজায় রাখতে গিয়ে সাধারণ মানুষের সুরক্ষার সঙ্গে আপোস করলে চলবে না। মেলার প্রবেশ এবং বাইরে বেরনোর পথে যথেষ্ট জায়গা থাকা দরকার। এর পাশাপাশি বেশ কিছু সুপারিশও করেছিলেন তিনি। তবে এদিন সেই মামলা শুনলই না সর্বোচ্চ আদালত। বরং মামলাকারীকে উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধান বিচারপতি।