এ কী অবস্থা! এত্ত শিশু অনাহার ভারতে! নাম উঠল পাকিস্তানেরও পিছনে! চমকে দেওয়া তথ্য UNICEF’র

   

বাংলাহান্ট ডেস্ক : UNICEF (United Nations International Children’s Emergency Fund) সম্প্রতি শিশুদের অপুষ্টি ও অনাহার নিয়ে এনেছে একটি প্রতিবেদন। আর সেই প্রতিবেদনেই সামনে এল ভয়ঙ্কর তথ্য। এই তথ্যে বলা হচ্ছে, শিশু অপুষ্টিতে ভারতের অবস্থা ভয়ানক খারাপ। এই তালিকায় ভারতের থেকে ভালো অবস্থায় রয়েছে পাকিস্তান।

এই প্রতিবেদনে বলা হয়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শিশুদের অবস্থা সব থেকে খারাপ আফগানিস্তানে। ইউনিসেফ জানাচ্ছে, ক্ষুধার শিকার হচ্ছে পৃথিবীর প্রতি চতুর্থ শিশু। একটু ভালো খাবার থেকেও তারা বঞ্চিত হচ্ছে। গোটা বিশ্বে মোট ১৮১ মিলিয়ন শিশুর মধ্যে ৬৫ শতাংশ শিশু জীবনযাপন করছে তীব্র খিদে নিয়ে।

আরোও পড়ুন : নিয়োগ দুর্নীতিতে সরাসরি যুক্ত ছিলেন শিক্ষক-শিক্ষাকর্মীরাও, ৩৭ জনের নাম সামনে আনল CBI

ইউনিসেফের তথ্য অনুযায়ী, বিশ্বের প্রতি চারজন শিশুর মধ্যে একজন ভুগছে গুরুতর অনাহারে। ‘শিশু পুষ্টি রিপোর্ট ২০২৪’ এ ইউনিসেফের তরফের ৯২টি দেশে চালানো হয়েছিল গবেষণা। এই গবেষণায় পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের রাখা হয়েছিল। গবেষণায় দেখা হচ্ছিল যে শিশুরা পুষ্টিযুক্ত ও বৈচিত্র্যময় খাবার পাচ্ছে কি না।

আরোও পড়ুন : রেশন দুর্নীতি মামলায় বহুদিন জেলবন্দি, এবার জ্যোতিপ্ৰিয় মামলায় বিরাট নির্দেশ হাইকোর্টের

এই রিপোর্ট অনুযায়ী শিশু খাদ্যের দারিদ্রতার পরিমাণ সোমালিয়ায় ৬৩%। তারপর রয়েছে গিনি (৫৪%), গিনি-বিসাউ (৫৩%), আফগানিস্তান (৪৯%), সিয়েরা লিওন (৪৭%), ইথিওপিয়া (৪৬%) এবং লাইবেরিয়া (৪৩%)। এই পরিসংখ্যানে ভারত (৪০%) অত্যন্ত উদ্বেগজনক অবস্থানে রয়েছে। বলা বাহুল্য, রিপোর্ট সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে।

child malnutrition in india

কিছুটা হলেও ভারতের (India) থেকে অবস্থা ভালো পাকিস্তানের। পাকিস্তানের (Pakistan) ৩৮ শতাংশ শিশু অনাহারের শিকার। এই গবেষণায় শিশু খাদ্য দারিদ্র্যের মধ্যে ছিল “কম পুষ্টিগুণ গত খাবার, খারাপ পরিবেশ এবং পরিবারের আয় যা শিশু এবং তার পরিবারকে প্রভাবিত করে থাকে।”

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর