UPI তো অনেক হল! এবার নয়া ‘গেম চেঞ্জার’ ULI আনছে RBI, কী লাভ হবে আপনার জানেন ?

বাংলাহান্ট ডেস্ক : গোটা দেশজুড়ে এখন তুমুল জনপ্রিয় ইউপিআই। পাড়ার মোড়ের চায়ের দোকান হোক কিংবা অনলাইন শপিং, অধিকাংশ মানুষ আজকাল লেনদেনের জন্য ভরসা রাখেন ইউপিআই-এর উপর। তবে এবার রিজার্ভ ব্যাংক নিয়ে আসতে চলেছে ULI (Unified Lending Interface)। কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস (Shaktikanta Das) স্বয়ং এই কথা জানিয়েছেন।

নতুন এই ULI (Unified Lending Interface) কতটা সুবিধা দেবে আপনাকে?

এবার রিজার্ভ ব্যাংক ঋণ প্রদানের ক্ষেত্রে নতুন পথ তৈরি করার প্রস্তুতি নিচ্ছে। এই সিস্টেমই হচ্ছে ULI (Unified Lending Interface) বা ইউনিফাইড লেন্ডিং ইন্টারফেস। আরবিআইয়ের (Reserve Bank of India) গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন, প্রধানত ক্ষুদ্র ও মাঝারি ঋণ প্রদানের ক্ষেত্রকে আরও ত্বরান্বিত করার জন্য ULI নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছে।

আরোও পড়ুন : ভারতীয় রেল দিচ্ছে সুবর্ণ সুযোগ! কম পুঁজির এই ব্যবসা করলেই হবে ‘বাম্পার আয়’

ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই)-এর ধাঁচেই আরো সহজ ভাবে ঋণ প্রদানের জন্য নিয়ে আসা হচ্ছে ইউনিফাইড লেন্ডিং ইন্টারফেস (Unified Lending Interface) (ইউএলআই) নামক নয়া প্রযুক্তি। শক্তিকান্ত দাস বলেন, ঋণ প্রদানের জন্য যে মূল্যায়ন ও সময় লাগে তা কমাতেই এই প্রযুক্তি নিয়ে আসা হচ্ছে। মূলত গ্রামীন এলাকায় কৃষি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ প্রদানের ক্ষেত্রে অত্যন্ত সহায়ক হয়ে উঠতে পারে ULI।

Reserve Bank Of India Governor Shaktikanta Das set a great precedent.

সম্পূর্ণ ডিজিটাল তথ্য ভান্ডার মজুত থাকবে ইউনিফাইড লেন্ডিং ইন্টারফেসে। এছাড়াও জমি সংক্রান্ত বিভিন্ন তথ্য থাকবে সেখানে। ঋণদাতা ও গ্রহীতা উভয়ই সেই তথ্য দেখতে পাবেন। ইউপিআই ব্যবস্থা চালু হওয়ার পর যেমন ভারতে লেনদেনের ক্ষেত্রে এসেছে বিপ্লব, ঠিক তেমনই ULI প্রযুক্তির মাধ্যমে দেশের ঋণ ক্ষেত্রেও বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে মনে করছেন রিজার্ভ ব্যাংকের গভর্নর।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর