বাংলাহান্ট ডেস্ক: ডিজিটাল লেনদেনের যুগে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে ইউপিআই। UPI’র (Unified Payment Interface) মাধ্যমে লেনদেন হয়ে গিয়েছে অনেকটাই সহজ। পাড়ার মোড়ের চায়ের দোকান হোক কিংবা ঝাঁ চকচকে শপিং মল, বন্ধুকে টাকা পাঠানো হোক কিংবা বিল পেমেন্টস, সবকিছুই সম্ভব হচ্ছে ইউপিআই মাধ্যম ব্যবহার করে। তবে এবার ইউপিআই নিয়ে বড় খবর উঠে আসছে।
UPI’র (Unified Payment Interface) মাধ্যমে নয়া পরিবর্তন
আপনিও যদি একজন ইউপিআই ব্যবহারকারী হন তাহলে অবশ্যই জেনে রাখুন নতুন নিয়মটি। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) সিদ্ধান্ত নিয়েছে এবার ব্যবহারকারীরা ইউপিআই মাধ্যম ব্যবহার করে একলপ্তে ৫ লক্ষ টাকা পর্যন্ত পাঠাতে পারবেন। তবে এই বর্ধিত সীমা প্রযোজ্য হবে কিছু নির্দিষ্ট করে দেওয়া লেনদেনের জন্যই।
সূত্রের খবর, ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর অর্থাৎ আগামীকাল থেকেই ইউপিআই’র (Unified Payment Interface) মাধ্যমে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ট্রান্সফার করা যাবে। ট্যাক্স পেমেন্ট, হাসপাতাল এবং শিক্ষা পরিষেবা, আইপিও এবং সরকারি সিকিউরিটিজ (জি সেক) এর ক্ষেত্রে এই নতুন বর্ধিতসীমা প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে।
আরোও পড়ুন : পুজোর আগেই মহিলাদের জন্য দারুন সুখবর! নেওয়া হল বিরাট পদক্ষেপ, ধন্য ধন্য করছে সকলে
বদল আসছে যেসব ক্ষেত্রগুলিতে
ট্যাক্স পেমেন্ট: UPI’র মাধ্যমে একক লেনদেনে ৫ লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স প্রদান করা সম্ভব হবে।
হাসপাতাল এবং কলেজ: ইউপিআই ব্যবহার করে এবার থেকে হাসপাতাল ও স্কুল-কলেজের ফি ৫ লক্ষ টাকা পর্যন্ত প্রদান করা যাবে।
IPO এবং সরকারি সিকিউরিটিজ: IPO এবং সরকারি সিকিউরিটিজে ইউপিআই ব্যবহার করে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যাবে।
প্রসঙ্গত উল্লেখ্য, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) গভর্নর শক্তিকান্ত দাস ২০২৩ সালের ৮ ডিসেম্বর একটি বৈঠকে জানান, খুব শীঘ্রই ইউপিআই লেনদেনের সীমা এক লক্ষ টাকা থেকে বৃদ্ধি করে পাঁচ লক্ষ টাকা করা হবে। এই বর্ধিত সীমার ফলে আরো সহজেই ইউপিআই গ্রাহকরা নিজেদের লেনদেন করতে পারবেন। বৃদ্ধি পাবে ইউপিআই ব্যবহারকারীর সংখ্যা।