বাংলা হান্ট ডেস্ক: ফের UPI (Unified Payments Interface) ব্যবহারকারীদের সমস্যার সম্মুখীন হতে হল। শনিবার UPI পরিষেবায় বিভ্রাট ঘটে। শুধু তাই নয়, বেশ কিছুক্ষণ এই পরিষেবা বন্ধ থাকে। যার ফলে লক্ষ লক্ষ ব্যবহারকারী ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হন। এমনকি, অনেকেই সোশ্যাল মিডিয়াতেও UPI পরিষেবা বন্ধ থাকার বিষয়ে অভিযোগ করেন।
ফের সমস্যার সম্মুখীন UPI (Unified Payments Interface) পরিষেবা:
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই ডাউনডিটেক্টর UPI Down হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। ডাউনডিটেক্টরের মতে, UPI Down হওয়ার সমস্যাটি দুপুর ১২ টা থেকে শুরু হয়েছিল। এমতাবস্থায়, এই বিভ্রাটের কারণে বিপুল সংখ্যক ব্যবহারকারী ক্ষতিগ্রস্ত হয়েছেন। ১২ টা ৩০ মিনিটের মধ্যে, ১৮০০ জনেরও বেশি ব্যবহারকারী গুগল পে, ফোনপে, পেটিএম, এসবিআই-এর ডিজিটাল লেনদেন পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ করেছেন। তবে, UPI (Unified Payments Interface)-তে বিভ্রাটের কারণ সম্পর্কে NPCI (National Payments Corporation of India) এখনও কোনও অফিসিয়াল তথ্য শেয়ার করেনি।
NPCI is currently facing intermittent technical issues, leading to partial UPI transaction declines. We are working to resolve the issue, and will keep you updated.
We regret the inconvenience caused.
— NPCI (@NPCI_NPCI) April 12, 2025
UPI ব্যবহারকারীরা রিপোর্ট করেছেন: প্রসঙ্গত উল্লেখ্য যে, UPI (Unified Payments Interface) পরিষেবা দীর্ঘক্ষণ বন্ধ থাকার কারণে, স্থানীয় কেনাকাটা থেকে শুরু করে অনলাইন বিল পেমেন্ট এবং মানি ট্রান্সফার সহ একাধিক কাজ বন্ধ হয়ে যায়। ডাউনডিটেক্টরের মতে, প্রায় ৬৬ শতাংশ ব্যবহারকারী বলেছেন যে, তাঁরা ডিজিটাল পেমেন্টে সমস্যার সম্মুখীন হচ্ছেন। অপরদিকে, ৩৪ শতাংশ ব্যবহারকারী মানি ট্রান্সফারের ক্ষেত্রে সমস্যার কথা জানিয়েছেন।
আরও পড়ুন: IPL-এ বাজিমাত সুপারস্টার রিঙ্কুর! এবার যা করলেন….বেজায় খুশি অনুরাগীরা
জানিয়ে রাখি, UPI (Unified Payments Interface) হল ডিজিটাল পেমেন্টের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। এটি NPCI দ্বারা প্রস্তুত করা হয়েছে। এই অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মটি সম্পূর্ণরূপে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তত্ত্বাবধানে কাজ করে। UPI-এর মাধ্যমে অর্থপ্রদানের বিষয়টি বর্তমান সময়ে বিপুলভাবে ব্যবহৃত হয়। এই কারণেই যখন UPI-তে কোনও বিভ্রাট দেখা দেয়, তখন লক্ষ লক্ষ ব্যবহারকারী এর ফলে প্রভাবিত হন।
আরও পড়ুন: ক্রিকেটে নেই মনোযোগ? জয়সওয়ালকে সতর্ক করলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার
এদিকে, এর আগেও UPI (Unified Payments Interface) ব্যবহারকারীরা বিভ্রাটের সম্মুখীন হয়েছেন। এই ধরণের সমস্যা আগেও অনেকবার দেখা দিয়েছে। সম্প্রতি গত ২৬ মার্চও UPI পরিষেবায় ব্যাঘাত ঘটে। তবে, সেই সময়ে, NPCI অল্প সময়ের মধ্যেই সেই সমস্যাটির সমাধান করে ফেলেছিল।