নববর্ষের উপহার, সরকারি কর্মীদের জন্য বড় সুখবর! জারি করা হল বিজ্ঞপ্তি

বাংলা হান্ট ডেস্কঃ সরকারি চাকরিজীবীরা (Government Employees) নিজেদের কর্মজীবনে (Government Job) বেশ কিছু সুবিধা পান। নির্দিষ্ট কিছু দিনে ছুটি, বেতন বৃদ্ধি থেকে শুরু করে নানান ভাতা, একাধিক সুবিধা রয়েছে তাঁদের। এবার পয়লা বৈশাখের আগে ফের একটি ‘সুখবর’ পেলেন তাঁরা। ডিএ (Dearness Allowance) বৃদ্ধির ঘোষণা নিয়ে অপেক্ষার মাঝেই জারি করা হল একটি বিজ্ঞপ্তি।

সরকারি কর্মীরা (Government Employees) কী ‘সুখবর’ পেলেন?

বছর শুরুতেই অষ্টম বেতন কমিশন গঠনে অনুমোদন দিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়েছে মোদী সরকার। সেই ঘোষণার রেশ পুরোপুরি কাটার ফের বড় ‘সুখবর’ পেলেন তাঁরা। এবার অবসরকালীন ইউনিফায়েড পেনশন স্কিম তথা ইউপিএসের নিয়মাবলি সম্বন্ধিত বিজ্ঞপ্তি জারি করা হল।

২০২৪ সালের আগস্ট মাসে এই প্রকল্পের কথা ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার (Central Government)। সেই সময়ই অর্থ মন্ত্রকের তরফ থেকে এতে বিনিয়োগের নিয়মকানুন জানানো হয়েছিল। নয়া বিজ্ঞপ্তিতে এই প্রকল্পে কার্যকর করার নিয়মে কোনও পরিবর্তন হয়নি।

আরও পড়ুনঃ ব্যাপক কড়াকড়ি! নবান্নের স্ক্যানারে একাধিক অফিসার! হঠাৎ কী হল?

গত ১৯ মার্চ পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, চলতি বছরের ১ এপ্রিল থেকে নয়া পেনশন স্কিম (Unified Pension Scheme) কার্যকর হবে। এই প্রকল্পে বিনিয়োগ করতে ইচ্ছুক কেন্দ্রীয় সরকারি কর্মীদের আগামী ১ এপ্রিল থেকে ৩০ জুনের মধ্যে আবেদন করতে হবে। অর্থাৎ আবেদনের জন্য ৩ মাস সময় পাবেন তাঁরা।

জানা যাচ্ছে, ইউনিফায়েড পেনশন স্কিমে আপাতত শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীরা (Government Employees) আবেদন করতে পারবেন। আর কেউ এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন না। আগামী ১ এপ্রিল থেকে এই নয়া পেনশন স্কিম কার্যকর হতে চলেছে।

Central Government employees and pensioners new update about CGHS new guidelines

যে সকল কেন্দ্রীয় সরকারি কর্মী ছুটিতে থাকছেন ও আগামী ১ এপ্রিলের পর কাজে যোগ দেবেন, তাঁদের ক্ষেত্রে অবশ্য আলাদা নিয়ম রয়েছে। তাঁরা এই পেনশন প্রকল্পে আবেদন করতে চাইলে ১ মাসের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এছাড়া ১ এপ্রিলের পর যে সকল কেন্দ্রীয় সরকারি কর্মী নিয়োগপত্র পাবেন, তাঁদের ক্ষেত্রেও এই নিয়ম লাগু হবে বলে খবর।

এছাড়া বিজ্ঞপ্তি অনুসারে, ন্যাশানাল পেনশন সিস্টেমের অধীন থাকা অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা (Government Employees) চাইলে ইউনিফায়েড পেনশন স্কিমে বিনিয়োগ করতে পারবেন। লগ্নিকারীর যদি আচমকা মৃত্যু হয়, সেক্ষেত্রে তাঁর স্বামী/স্ত্রী এই প্রকল্পের সুবিধা পাবেন।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর