বাংলা হান্ট ডেস্কঃ চাকরি থেকে অবসরের পর পেনশনের (Pension) ওপর নির্ভরশীল হয়ে পড়েন বহু মানুষ। সেই টাকায় সংসার চলে অনেকের। এবার থেকে পেনশন নিয়েই সামনে আসছে বড় খবর। ১ এপ্রিল তথা নতুন অর্থবর্ষ থেকে মিলবে বড় সুবিধা। সেই সুবিধা কারা পাবেন, ইতিমধ্যেই জানা এসেছে সেকথা।
পেনশনভোগীদের (Pension) জন্য বড় খবর!
আগেই জানা গিয়েছিল, ১ এপ্রিল থেকে চালু হবে নতুন পেনশন প্রকল্প ইউপিএস তথা ইউনিফায়েড পেনশন স্কিম (Unified Pension Scheme)। সেই অনুযায়ী মঙ্গলবার থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য এই প্রকল্প চালু করা হল। এনপিএস তথা নিউ পেনশন স্কিমের পাশাপাশি এবার থেকে ইউপিএস-ও থাকবে। কর্মীরা নিজেদের পছন্দ মতো একটি প্রকল্প বেছে নিতে পারবেন।
জানা যাচ্ছে, ইউনিফায়েড পেনশন স্কিমের বেশ কিছু সুবিধা রয়েছে। এই প্রকল্পের অধীন সরকারি কর্মীদের গত ১২ মাসের অর্থাৎ এক বছরের গড় মূল বেতনের ৫০% অবধি নিশ্চিত পেনশন (Pension) দেওয়া হবে। তবে সেক্ষেত্রে অবশ্য কিছু শর্ত রয়েছে। যে সকল কর্মী সেগুলি পূরণ করবেন, তাঁরাই এই সুবিধা পাবেন।
আরও পড়ুনঃ ‘উনি তো একটু এদিক-ওদিক করেন’! এবার BJP-র ‘এই’ নেতাকে নিয়েই বিস্ফোরক দিলীপ ঘোষ
নিশ্চিত পেনশনের ক্ষেত্রে কর্মীদের যে শর্তগুলি পূরণ করতে হবে তা হল, নূন্যতম ১০ বছর সরকারি চাকরি করার পর অবসর গ্রহণ, FR 56 নিয়মের অধীন সরকার কর্তৃক বাধ্যতামূলক রিটায়ারমেন্ট। এছাড়া কোনও কর্মচারী যদি স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন, তাহলে অন্তত ২৫ বছর চাকরি করে থাকলে এই সুবিধা মিলবে। কোনও কর্মী যদি ২৫ বছর চাকরি করার পর স্বেচ্ছাবসর নেন, তাহলে তিনি যে বয়সে স্বাভাবিক অবসর নেবেন, সেই বয়স থেকে তিনি পেনশন পাবেন।
রিপোর্ট বলছে, ইউনিফায়েড পেনশন স্কিম (UPS) এমনভাবে বানানো হয়েছে, যাতে যোগ্য সরকারি কর্মচারীরা নিজেদের শেষ ১২ মাসের গড় মূল মাইনের ৫০% অবধি পেনশন হিসেবে পেতে পারেন। যদিও সব কর্মী এই সুবিধা পাওয়ার যোগ্য নন। ২০২৫ সালের ২৪ জানুয়ারি সরকারের তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, কোনও কর্মী যদি অন্তত ২৫ বছর যোগ্যতামূলক পরিষেবা সম্পন্ন করেন, তাহলে তিনি পেনশন হিসেবে মূল মাইনের ৫০% পাবেন।
সেই সঙ্গেই কর্মীর চাকরির মেয়াদ যদি ২৫ বছরের কম হয়, তাহলে অনুপাতে পেনশনের টাকা এওয়া হবে। যে সকল কর্মী (Government Employees) ১০ বছর অথবা বা তার বেশি পরিষেবা দিয়েছেন, তাঁদের প্রত্যেক মাসে নূন্যতম ১০,০০০ টাকা নিশ্চিত পেনশন দেওয়া হবে।
আরও পড়ুনঃ অভিষেকের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ! ববির ইলেকশন পিটিশন মামলা থেকে সরলেন বিচারপতি
এদিকে জানা যাচ্ছে, নয়া এই পেনশন (Pension) প্রকল্পে বেশ কিছু সুবিধা থাকলেও, দেশজুড়ে এই নিয়ে আপত্তি উঠছে। অভিযোগ, এর ফলে কর্মীদের উপকার হবে না। বিক্ষোভের আবহেই গতকাল থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য এই পেনশন প্রকল্প চালু করা হয়েছে।