বাংলা হান্ট ডেস্কঃ দেখতে দেখতে শেষ হতে চলল ২০২৪। মাঝে আর মাত্র একটা দিনের অপেক্ষা শেষেই ২০২৫ সালকে স্বাগত জানানোর পালা। এই আবহে এবার সরকারি কর্মীদের (Government Employees) বড় সুখবর দেওয়া হল। সম্প্রতি সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে একটি ভাতা (Allowance Hike) বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। এর ফলে অগুনতি সরকারি কর্মীর মুখে হাসি ফুটেছে।
সরকারি কর্মীদের (Government Employees) কোন ভাতা বাড়ানো হল?
সম্প্রতি এমএসএমই বিভাগের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, সচিবালয় বাদে অন্যান্য অধস্তন সরকারি অফিসে কর্মরত সরকারি যানবাহনের চালক এবং অ্যাটেনডেন্টদের ইউনিফর্ম ভাতা (Uniform Allowance), ইউনিফর্ম ওয়াশিং ভাতা এবং ইউনিফর্ম নবায়ন ভাতা বাড়ানো হচ্ছে।
নববর্ষের প্রাক্কালে কর্মীদের (Government Employees) এই সুখবর দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। নয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবার থেকে ইউনিফর্ম কেনার ক্ষেত্রে ৬৮০ টাকা করে নয়, বরং ১০২০ টাকা করে দেওয়া হবে। সেই সঙ্গেই রেইনকোট কেনার ক্ষেত্রেও টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৫০০ টাকার বদলে এবার ৭৫০ টাকা দেবে সরকার।
আরও পড়ুনঃ দীর্ঘদিন ধরে অসুস্থ! আচমকাই অজ্ঞান হয়ে গেলেন কালীঘাটের কাকু! হঠাৎ কী হল?
শীতকালীন ইউনিফর্মের ক্ষেত্রেও ভাতা বৃদ্ধি করেছে যোগী সরকার (Government of Uttar Pradesh)। শীতকালীন ইউনিফর্মের ক্ষেত্রে ১৩১০ টাকা থেকে ভাতা বাড়িয়ে ১৯৬৫ টাকা করা হয়েছে। সেই সঙ্গেই ছাতার ভাতা ৯৬ টাকা থেকে বাড়িয়ে ১৪৪ টাকা এবং জুতোর ক্ষেত্রে ১৬৪ টাকা থেকে বৃদ্ধি করে ২৪৬ টাকা করেছে সরকার।
এছাড়াও চতুর্থ শ্রেণির কর্মীদের ইউনিফর্ম ধোয়ার জন্য এবার থেকে ৬০ টাকা করে মিলবে। অন্যদিকে গাড়ি চালকরা ৯০ টাকা করে পাবেন। সচিবালয় ব্যতীত সকল স্থায়ী আমানতকারী, অফিস বেয়ারার, অর্ডারলি, অফিস পিয়ন ও সরকারি গাড়ির চালকরাও (যাদের ৫ বছর পূর্ণ হয়ে গিয়েছে) অভিন্ন ভাতা পাবেন। জানা যাছে, ৪ বছরে একবার গ্রীষ্মকালীন ইউনিফর্ম পাওয়া যায়। অন্যদিকে শীতকালীন ইউনিফর্ম মেলে ৩ বছরে একবার। মহিলাদের প্রত্যেক বছর গ্রীষ্মকালীন ইউনিফর্ম দেওয়া হবে ও চালকদের ৩ বছর অন্তর শীতকালীন ইউনিফর্ম প্রদান করা হবে।
রিপোর্ট বলছে, বিভাগীয় প্রদানের সঙ্গে যুক্ত চতুর্থ শ্রেণির কর্মীদের (Government Employees) জেলা এবং বিভাগীয় লেভেলে ফাংশনাল টেস্ট দেওয়া হবে। স্রেফ চিহ্নিত কর্মচারীদের সাফাই দেওয়া হবে। এখানেই শেষ নয়! এবার থেকে যে সকল কর্মীরা ইউনিফর্ম পরে কাজে আসবেন না, তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। ইতিমধ্যেই এই মর্মে সকল মুখ্যসচিব, সচিব, প্রধান সচিব ও বিভাগীয় প্রধানদের চিঠি দেওয়া হয়েছে বলে খবর।