বাংলাহান্ট ডেস্ক : অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড (Uniform Civil Code) নিয়ে এবার প্রকাশ্যে এল এক বড় খবর। আজ অর্থাৎ ২৭ জানুয়ারি থেকেই কার্যকর হচ্ছে এই নতুন দেওয়ান বিধি। অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code) লাগু হতেই পাল্টে যাচ্ছে বিবাহ, বিবাহ বিচ্ছেদ, লিভ-ইন সম্পর্ক, সন্তান দত্তক নেওয়া এবং সম্পত্তির উত্তরাধিকারের নিয়ম। এবার থেকে একই আইন হবে রাজ্যের সমস্ত নাগরিকদের জন্য।
এখন প্রশ্ন হল অভিন্ন দেওয়ানি বিধিতে (Uniform Civil Code) কি কি নিয়ম চালু হল ?
১) লিভ ইন সম্পর্ক- লিভ ইন সম্পর্কে থাকা শুরু করার পরপরই প্রশাসনের কাছে সেই তথ্য জমা দিতে হবে। এক মাস দেরি করলেও গুণতে হবে ১০ হাজার টাকা। এমনকি হতে পারে ৩ বছরের জেলও। পাশাপাশি উভয় সাজাই হতে পারে। এককথায় বলে যায় লিভ ইন সম্পর্কে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। ২১ বছরের কম বয়সীরা যদি লিভ-ইন সম্পর্কে থাকে, তবে সেক্ষেত্রে অভিভাবকদের অনুমতি নেওয়ার প্রয়োজন আছে। লিভ ইন সম্পর্কে থেকে সন্তান জন্ম হলে, তার বৈধতার স্বীকৃতিও মিলবে।
আরোও পড়ুন : HMPV অতীত! ভারতে এবার আতঙ্ক ছড়াচ্ছে গুলেন বারি, আক্রান্ত শতাধিক, হল মৃত্যুও
২) বিয়ের নিয়ম- অভিন্ন দেওয়ানি বিধিতে বিয়ের (Marriage) রেজিস্ট্রেশনও বাধ্যতামূলক হতে চলেছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখা দরকার, সমস্ত ধর্মের ক্ষেত্রেই বিবাহের জন্য ন্যূনতম ২১ বছর হতে হবে নারী, পুরুষ- উভয়ের বয়স।
৩) সম্পত্তিতে উত্তরাধিকার- অভিন্ন দেওয়ানি বিধিতে সহজ করা হয়েছে সম্পত্তিতে উত্তরাধিকারের নিয়ম। সম্পত্তিতে সমান অধিকার থাকবে ছেলে ও মেয়ে-উভয়েরই। সন্তান হিসাবে উল্লেখ করা হবে ছেলে-মেয়ে দুজনকেই। লিভ ইন সম্পর্কে জন্মানো সন্তানও সম্পত্তিতে অধিকার পাবে।
আরোও পড়ুন : মুখ ফিরিয়েছে আমেরিকা! বাংলাদেশিদের “বাঁচাতে” এবার বিরাট অ্যাকশন চিনের
৪) বহুগামিতা নিষিদ্ধ- অভিন্ন দেওয়ানি বিধিতে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে বহুগামিতা। এক্কেবারে বন্ধ করতে হবে বাল্য বিবাহ ও তিন তালাক। ডিভোর্স (Divorce) বা বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর হবে।
তবে একটা কথা মাথায় রাখবেন, এই নিয়মটা কিন্তু লাগু হচ্ছে উত্তরাখণ্ডে (Uttarakhand)। উত্তরাখণ্ডই প্রথম রাজ্য যেখানে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হল। এমনকি, উত্তরাখণ্ডের বাসিন্দা যারা অন্য রাজ্যে বসবাস করছেন তাদের উপরও এই নিয়ম কার্যকর হবে। রাজ্যের সমস্ত নাগরিকদের জন্য কিন্তু একই আইন প্রযোজ্য হবে। কেবলমাত্র, শিডিউল ট্রাইবের উপরে এই নিয়ম লাগু হবে না।