বাংলা হান্ট ডেস্কঃ বর্তমান সময়ে যুগলদের মধ্যে একত্রবাস তথা লিভ-ইনের (Live-in Relationship) ব্যাপক চল হয়েছে। এখন অনেকেই বিয়ের আগে লিভ-ইনে থাকেন। এবার এই নিয়ে কড়াকড়ির পথে হাঁটল রাজ্য সরকার। এবার থেকে কোনও যুগল যদি লিভ-ইন সম্পর্কে থাকতে চান, তাহলে বাধ্যতামূলকভাবে সেটি নিবন্ধন করতে হবে।
লিভ-ইন (Live-in Relationship) নিয়ে কড়াকড়ি!
গত ডিসেম্বর মাসেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ২০২৫ সালের শুরুতেই সমগ্র রাজ্য জুড়ে অভিন্ন দেওয়ানি বিধি প্রণয়ন করা হবে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামীর ঘোষণা অনুযায়ী, ২৭ জানুয়ারি তথা আজ থেকেই উত্তরাখণ্ড জুড়ে এই বিধি কার্যকর হচ্ছে। গত বছর ফেব্রুয়ারি মাসে সংশ্লিষ্ট রাজ্যের বিধানসভায় এই ঐতিহাসিক বিল পাশ হয়েছিল। তার এক বছরের মাথায় রাজ্য জুড়ে কার্যকর হতে চলেছে এই বিধি।
জানা যাচ্ছে, অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code) কার্যকর হওয়ার পর উত্তরাখণ্ডে লিভ-ইন সম্পর্কে থাকতে গেলে বাধ্যতামূলকভাবে সেটি নিবন্ধন করতে হবে। এছাড়া ২১ বছরের কম বয়সি কেউ একত্রবাস করতে চাইলে, মা-বাবার অনুমতি প্রয়োজন হবে। সেই রাজ্যের প্রত্যেক বাসিন্দার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য। এমনকি ওই রাজ্যের কেউ যদি রাজ্যের বাইরে গিয়ে লিভ-ইন করেন, সেক্ষেত্রেও এই নিয়ম মানতে হবে।
আরও পড়ুনঃ সঞ্জয়ের লড়াইয়ে শিবসেনার ‘এন্ট্রি’? ঘুরে যাবে আরজি কর মামলার মোড়? তোলপাড় বাংলা
রিপোর্ট বলছে, লিভ-ইন সম্পর্কের (Live-in Relationship) বিষয়ে জানানো না হলে অথবা মিথ্যে তথ্য দিলে গুরুতর শাস্তির মুখে পড়তে হতে পারে। সেক্ষেত্রে ৩ মাস জেল অথবা ২৫,০০০ টাকা জরিমানা হতে পারে। এছাড়া কেউ যদি লিভ-ইন বিষয়ক তথ্য সরকারকে জানাতে দেরি করে, সেক্ষেত্রেও জেল অথবা জরিমানা হওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে জেল কিংবা ১০,০০০ টাকা করে জরিমানা হতে পারে বলে জানা যাচ্ছে।
লিভ-ইন সম্পর্কের পাশাপাশি অভিন্ন দেওয়ানি বিধিতে আরও বেশ কিছু নিয়ম চালু হয়েছে। বিয়ের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। সেই সঙ্গেই সম্পত্তিতে উত্তরাধিকারের নিয়মও সহজ করা হয়েছে। ছেলে-মেয়ে উভয়েরই সম্পত্তিতে সমান অধিকার থাকবে। এর পাশাপাশি লিভ-ইন সম্পর্কে (Live-in Relationship) জন্মগ্রহণ করা সন্তানও সম্পত্তিতে অধিকার পাবে। উল্লেখ্য, ২০২২ সালে উত্তরাখণ্ডে বিধানসভা নির্বাচনের সময় বিজেপি যে মুখ্য প্রতিশ্রুতিগুলি দিয়েছিল, তার মধ্যে অন্যতম ছিল এই অভিন্ন দেওয়ানি বিল প্রণয়ন করা। এবার এদেশের দ্বিতীয় রাজ্য হিসেবে সেখানে এই বিধি কার্যকর হতে চলেছে। এর আগে গোয়ায় এই বিধি কার্যকর হয়েছিল।