সিনেমা থেকে শুরু করে শপিং, মহিলাদের জন্য এবার স্পেশাল ডিসকাউন্ট! দুর্দান্ত অফার Union Bank’র

Published On:

বাংলাহান্ট ডেস্ক : আমাদের দেশের ব্যাংকগুলি মহিলা, শিশু ও প্রবীণ নাগরিকদের জন্য বিভিন্ন সুবিধা প্রদান করে থাকে। এবার ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Union Bank) পক্ষ থেকে নতুন একটি উদ্যোগ নেওয়া হল মহিলাদের জন্য। বিশেষ করে মহিলাদের জন্য ইউনিয়ন ব্যাংক নিয়ে এসেছে ক্রেডিট কার্ড। এই ক্রেডিট কার্ডের নাম দেওয়া হয়েছে ‘ডিভা।’

ইউনিয়ন ব্যাংকের মহিলা গ্রাহকরা শুধুমাত্র এই ক্রেডিট কার্ডের সুবিধা পাবেন। এই ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন ১৮ থেকে ৭০ বছর বয়সী মহিলারা। মাসিক বেতন পান এমন ৬৫ বছর বয়স পর্যন্ত মহিলারা আবেদন করতে পারবেন এই ক্রেডিট কার্ডের জন্য। বার্ষিক আয় আড়াই লক্ষ টাকা হলেই আবেদন করা যাবে এই ক্রেডিট কার্ডের জন্য।

আরোও পড়ুন : ১২৭ বছরের সম্পর্কের অবসান! ভাগ হয়ে গেল জনপ্রিয় গোদরেজ গ্রুপ, দেখুন কার ভাগে কী পড়ল

ডিভা ক্রেডিট কার্ডের মাধ্যমে ডিসকাউন্ট ভাউচার পাওয়া যাবে বুক মাই শো, আরবান ক্ল্যাপ, বিগ বাস্কেট, ফ্লিপকার্ট, মন্ত্র, নাইকা ইত্যাদি ব্র্যান্ডে। বছরে ৮টি বিনামূল্যের ডোমেস্টিক বিমানবন্দর লাউঞ্জ এবং ২টি বিনামূল্যে আন্তর্জাতিক বিমানবন্দর লাউঞ্জ-এর সুবিধা দেওয়া হচ্ছে এই ক্রেডিট কার্ডে। অ্যানুয়াল হেল্প চেকআপ অফার দেওয়া হচ্ছে এই ক্রেডিট কার্ডে।

১% জ্বালানি সারচার্জ বিনামূল্যে দেওয়া হয় এই ক্রেডিট কার্ডের সাথে। সর্বোচ্চ ১০০ টাকা উপর পর্যন্ত ছাড় পাওয়া যাবে সেক্ষেত্রে। পাশাপাশি প্রতি ১০০ টাকা খরচে ২টি রিওয়ার্ডস পয়েন্ট থাকবে। এই ক্রেডিট কার্ডে কোনও রকম জয়েনিং ফিস নেই। তবে বার্ষিক ফি হল ৪৯৯ টাকা। তবে একটি আর্থিক বছরে ৩০ হাজার টাকা খরচ করলে বার্ষিক ফি মুকুব হয়ে যায়।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X