বাংলা হান্ট ডেস্কঃ রেকর্ড ব্রেকিং টানা সপ্তম বারের জন্য বাজেট (Union Budget 2024-25) পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। মঙ্গলবার সংসদে দাঁড়িয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন তিনি। উন্নয়ন থেকে শুরু করে নয়া আয়কর কাঠামো, শিক্ষা ঋণ থেকে শুরু করে ইন্টার্নশিপ, নানান বিষয়ে ঘোষণা হল বাজেটে। ঝুলি ভরল অসম, বিহার, অন্ধ্রপ্রদেশের। তবে তাৎপর্যপূর্ণভাবে এবারও খালি হাতে ফিরল পশ্চিমবঙ্গ।
এবারের বাজেটেও (Union Budget 2024-25) বাংলার প্রাপ্তি ‘জিরো’!
এদিন বাজেট পেশের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী পূর্ব ভারতের বিকাশের দিকে নজর দেওয়ার কথা বলেন। নির্মলার (Nirmala Sitharaman) কথায়, ‘… এক্ষেত্রে বিহার, ওড়িশা, পশ্চিমবঙ্গ ও অন্ধ্রপ্রদেশের উন্নয়নের দিকে নজর রাখে হবে’। ব্যস ওটুকুই! এরপর সম্ভবত আর তাঁর বক্তব্যে উঠে আসেনি বাংলার নাম।
বিহার, অসম, অন্ধ্রপ্রদেশের ঝুলি ভরলেও, কপাল খুলল না বাংলার। প্রায় প্রত্যেক বছর বন্যা পরিস্থিতির কারণে বিহার, অসমের সঙ্গেই সমস্যার সম্মুখীন হতে হয় পশ্চিমবঙ্গকে। এবারের বাজেটে ওই দুই রাজ্যের অসুবিধার কথা বলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ঢালাও বরাদ্দও করা হয় তার জন্য। তবে বাংলার (West Bengal) জন্য তেমন কোনও শব্দব্যয় করতে দেখা যায়নি তাঁকে।
আরও পড়ুনঃ Big Breaking: ৩ লাখ টাকা অবধি করশূন্য, স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়িয়ে হল ৭৫,০০০! আর কী কী ঘোষণা হল?
নির্মলার কথায়, ‘সেচ এবং বন্যার কারণে বিহারে মানুষ অসুবিধার সম্মুখীন হন। সেই জন্য ১১,৫০০ কোটি টাকা বরাদ্দ করা হল। কোশী নদীর বন্যা নিয়ন্ত্রণ ও সেচ প্রকল্প বানানো হল’। একইসঙ্গে অসম প্রসঙ্গে বলেন, ‘অসমের বন্যা নিয়ন্ত্রণের জন্যেও সাহায্য করা হবে’।
প্রায় প্রত্যেক বছর বন্যা পরিস্থিতি তৈরি হয় উত্তরবঙ্গ, ঘাটালে। অসম, বিহারের বন্যা পরিস্থিতির দিকে নজর রেখে বাজেটে ঘোষণা করা হলেও, বাংলার ঘাটাল অথবা উত্তরবঙ্গ নিয়ে এবারের বাজেটে কোনও প্রকল্প বরাদ্দ পেল না। স্বাভাবিকভাবেই এই বিষয়টি নিয়ে সরব হয়েছে রাজ্যের শাসক দল।
বাজেট (Union Budget 2024-25) নিয়ে এক্স হ্যান্ডেলে তোপ দাগে তৃণমূল। জোড়াফুল শিবিরের তরফ থেকে ইউনিয়ন বাজেট ২০২৪ কেটে লেখা হয়, ‘অন্ধ্র-বিহার বাজেট’। ওই দুই রাজ্যের ‘ঝুলি’ যেভাবে ভরানো হয়েছে তা নিয়েই ঘুরিয়ে কটাক্ষ করেছে তৃণমূল।