Big Breaking: ১০০০-২০০০ অতীত! এবার মাসে মাসে মিলবে ৫০০০ টাকা! ছাত্রছাত্রীদের জন্য বাজেটে বিরাট ঘোষণা

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে প্রায় দেড় মাস হতে চলল। আগেই শোনা গিয়েছিল, জুলাই মাসে তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট (Union Budget 2024-25) পেশ করবেন নির্মলা সীতারমণ। সেই অনুযায়ী মঙ্গলবার বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এদিন সংসদে দাঁড়িয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন তিনি।

বাজেটে (Union Budget 2024-25) বিরাট ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) আগেই জানিয়েছিলেন, ২০৪৭ সালকে মাথায় রেখে এই বাজেট তৈরি করা হয়েছে। আজ বাজেটে দেশের উন্নয়ন, যুব সম্প্রদায়, EPFO নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ইন্টার্নশিপ থেকে শুরু করে শিক্ষা ঋণ, একাধিক বিষয়ে ‘সুখবর’ দেন তিনি।

এদিন নির্মলা (Nirmala Sitharaman) বলেন, আগামী ৫ বছর এদেশের ১ কোটি যুবক-যুবতী ইন্টার্নশিপের সুযোগ পাবেন। ৫০০টি বড় সংস্থায় ইন্টার্নশিপের সুযোগ পাবেন তাঁরা। এক বছর ধরে হাতে কলমে কাজ শেখার পাশাপাশি মাসিক স্টাইপেন্ডও দেওয়া হবে তাঁদের।

আরও পড়ুনঃ ‘পর্ষদের গাফিলতি..,’ TET নিয়ে নয়া মামলা হাইকোর্টে, এবার বিরাট নির্দেশ জাস্টিস সিনহার

১ কোটি পড়ুয়াকে প্রত্যেক মাসে ৫০০০ টাকা প্রদান করা হবে। জানা যাচ্ছে, সংশ্লিষ্ট সংস্থাগুলি প্রশিক্ষণের খরচ বহন করার পাশাপাশি ছাত্রছাত্রীদের মাসিক স্টাইপেন্ডের ১০% টাকা দেবেন। এর ফলে একদিকে যেমন যুব সম্প্রদায় হাতে কলমে কাজ শিখতে পারবে, তেমনই তাঁদের সামনে কাজের সুযোগও খুলে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

ইন্টার্নশিপের পাশাপাশি এদিন শিক্ষা ঋণ নিয়েও বড় ঘোষণা করা হয়েছে। দেশের মধ্যে পড়াশোনার জন্য ১০ লক্ষ টাকা অবধি এডুকেশন লোন (Education Loan) দেওয়ার বিষয়ে সরকার সাহায্য করবে বলে জানানো হয়েছে। তার জন্য প্রত্যেক বছর ১ লক্ষ ছাত্রছাত্রীকে ই-ভাউচার প্রদান করা হবে। সেই সঙ্গেই রাজ্য সরকারের সঙ্গে হাত মিলিয়ে একটি প্রকল্প আনার করা বলেছে কেন্দ্র। এর দ্বারা শিক্ষার্থীদের ৫ বছর ধরে প্রশিক্ষণ দেওয়া হবে।

Union Budget 2024-25

উল্লেখ্য, এদিন টানা সপ্তমবারের জন্য বাজেট (Union Budget 2024-25) পেশ করলেন নির্মলা। স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী হিসেবে টানা ৭ বারের জন্য বাজেট পেশ করার নজির গড়লেন তিনি। এর আগে এই রেকর্ড ছিল মোরারজি দেশাইয়ের দখলে, তিনি টানা ৬বার বাজেট পেশ করেছিলেন।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর