Big Breaking: ৩ লাখ টাকা অবধি করশূন্য, স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়িয়ে হল ৭৫,০০০! আর কী কী ঘোষণা হল?

বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট (Union Budget 2024-25) পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। লোকসভা ভোটের কারণে চলতি বছরের শুরুর দিকে নিয়ম অনুযায়ী পূর্ণাঙ্গ বাজেট পেশ করা যায়নি। ভোট শেষ হওয়ার প্রায় দেড় মাসের মাথায় তা হল। স্ট্যান্ডার্ড ডিডাকশনে বদল থেকে শুরু করে আয়কর কাঠামো পরিবর্তন, সংসদে দাঁড়িয়ে এদিন একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন নির্মলা।

স্ট্যান্ডার্ড ডিডাকশন, আয়কর কাঠামো নিয়ে বাজেটে (Union Budget 2024-25) কী বলা হল?

এদিন প্রায় দেড় ঘণ্টা ধরে বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এদিন স্ট্যান্ডার্ড ডিডাকশন প্রসঙ্গে নির্মলা (Nirmala Sitharaman) বলেন, নয়া আয়কর নিয়মে স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০,০০০ টাকা থেকে বাড়িয়ে ৭৫,০০০ টাকা করা হয়েছে। শুধু তাই নয়, পারিবারিক পেনশনের ক্ষেত্রে পেনশনভোগীদের বেশি সুবিধা পাওয়ার কথাও বলা হয়েছে।

স্ট্যান্ডার্ড ডিডাকশন (Standard Deducation) বাড়ানোর পাশাপাশি এদিন আয়কর কাঠামোয় বদলের কথাও ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এবার থেকে করযোগ্য আয় ৩ লক্ষ টাকা অবধি হলে আয়কর হবে শূন্য। ৩ লক্ষ ১ টাকা থেকে ৭ লক্ষ টাকা অবধি আয়ের ক্ষেত্রে আয়করের হার হবে ৫%। ৭ লক্ষ ১ টাকা থেকে ১০ লক্ষ টাকা অবধি আয়করের হার ১০% এবং ১০ লক্ষ ১ টাকা থেকে ১২ লক্ষ টাকা অবধি আয়করের হার ১৫%।

আরও পড়ুনঃ Big Breaking: ১০০০-২০০০ অতীত! এবার মাসে মাসে মিলবে ৫০০০ টাকা! ছাত্রছাত্রীদের জন্য বাজেটে বিরাট ঘোষণা

করযোগ্য আয় যদি ১২ লক্ষ ১ টাকা থেকে ১৫ লক্ষ টাকা অবধি হয়, তাহলে আয়করের হার হবে ২০% এবং আয় যদি ১৫ লক্ষের বেশি হয় তাহলে আয়করের হার ৩০%। স্ট্যান্ডার্ড ডিডাকশন, নয়া কর কাঠামোর কথা ঘোষণার পাশাপাশি বেতনের ওপর টিডিএস কমানো, মিউচুয়াল ফান্ড থেকে টিডিএস তুলে নেওয়ার কথাও ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

Union Budget 2024-25 Nirmala Sitharaman

আজ সোনা-রুপোর দাম করা নিয়েও ‘সুখবর’ দিয়েছেন নির্মলা। বাজেটে (Union Budget 2024-25) জানানো হয়েছে, সোনা, রুপো এবং প্ল্যাটিনামে শুল্ক কমানো হয়েছে। পাশাপাশি ক্যান্সারের তিনটি ওষুধ থেকে আমদানি শুল্ক সম্পূর্ণ তুলে নেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর