বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার তৃতীয় এনডিএ সরকারের প্রথম বাজেট (Union Budget 2024-25) পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এদিন সংসদে দাঁড়িয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন তিনি। শিক্ষা থেকে শুরু করে কর্মসংস্থান, বাজেটে বহু বিষয়ে নজর দেওয়া হয়েছে। সেই সঙ্গেই বেশ কিছু সামগ্রীর মূল্যেও বদল এসেছে। এবারের বাজেটে কোন কোন জিনিসের দাম কমল? কীসের কীসের দাম বাড়ল? চট করে দেখে নেওয়া যাক।
বাজেটে (Union Budget 2024-25) কোন কোন সামগ্রীর দাম বাড়ল-কমল?
রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ, বাজেটের দিকে কমবেশি প্রত্যেকের নজর থাকে। আমজনতাকে সবচেয়ে বেশি যে জিনিস ভাবায় তা হল সামগ্রীর মূল্যের হেরফের। প্রত্যেক বছর বাজেটেই বেশ কিছু জিনিসের দাম যেমন বৃদ্ধি (Price Hike) পায়, তেমনই বহু জিনিসের দাম কমে। এবারও তার অন্যথা হয়নি।
আজ পেশ হওয়া বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman) নানান পণ্যের ওপর থেকে শুল্ক কমানোর কথা ঘোষণা করেছেন। শুল্ক কমানোর ফলে স্বাভাবিকভাবেই ওই সামগ্রীগুলির মূল্য কমবে। এবার যেমন কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী, মোবাইল, চার্জার, ক্যান্সার নিরাময়ের জন্য ব্যবহারকারী তিনটি ওষুধ, সোনা, রুপো, ফটোকপি মেশিন, চর্মজাত পণ্য, প্ল্যাটিনাম, ২৫টি খনিজ পদার্থ, সামুদ্রিক খাবার, বৈদ্যুতিন নানান সরঞ্জামের দাম কমল।
আরও পড়ুনঃ ‘সিকিউরিটি ডাকুন’! আইনজীবীর ওপর রেগে আগুন প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টে ধুন্ধুমার!
গত কয়েক মাসে সোনা, রুপোর দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছিল তাতে চিন্তায় পড়েছিলেন অনেকে। সেই কারণে এবারের বাজেটে এই ধাতুগুলির দাম কমানোয় (Price Drop) এদেশের অগুনয়ি মানুষের সুরাহা হতে চলছে। একইসঙ্গে বৈদ্যুতিন সরঞ্জামের মূল্য হ্রাস পাওয়াতেও জনগণের মধ্যে স্বস্তি ফিরবে বলে মনে করা হচ্ছে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য সিদ্ধান্ত মনে করা হচ্ছে, ক্যান্সারের তিনটি ওষুধের দাম কমানোর বিষয়টিকে। ফলে কর্কট রোগে আক্রান্তদের কিছুটা সুবিধা হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
অন্যদিকে এবারের বাজেটে (Union Budget 2024-25) যে যে সামগ্রীগুলি দাম বাড়ল তা হল প্লাস্টিক, অ্যামোনিয়াম নাইট্রেট, পিভিসি ফ্লেক্স। প্লাস্টিকজাত জিনিসের শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। অ্যামোনিয়াম নাইট্রেটের ওপর কর বাড়িয়ে ৭.৫০% থেকে ১০% করা হয়েছে।