Big Breaking: বিহার, অন্ধ্রকে বিরাট বরাদ্দ! ‘জো হামারে সাথ, হাম উনকে সাথ’, শুভেন্দুর বক্তব্যকেই সমর্থন বাজেটে?

বাংলা হান্ট ডেস্কঃ জল্পনা ছিল, আর তাই সত্যি হল। মোদীর আমলে প্রথম ‘এনডিএ’ সরকারের বাজেটে (Union Budget 2024) বড় ‘উপহার’ পেল বিহার, অন্ধ্রপ্রদেশ। ২০২৪ এর লোকসভা ভোটে জিতে ফের নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার পেছনে যে দুটি নাম সব থেকে বড় ভূমিকা নিয়েছে তা হল নীতীশ কুমারের ডেডিইউ (JDU) আর চন্দ্রবাবু নাইডুর টিডিপি (TDP)। ২০২৪ এ নমোকে সমর্থনের ডালি ভরা পুরস্কার পেল এই দুই জোটসঙ্গীর রাজ্য।

জোটসঙ্গী বিহার, অন্ধ্রের জন্য ৪১ হাজার কোটি বরাদ্দ (Union Budget 2024)

মোদী সরকারের আমলে প্রথম জোট সরকারের বাজেট, তাতে বিহার (Bihar) এবং অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh) বিশেষ সুবিধা পাবে তা আগেই আশা করা গিয়েছিল। আর তাই হল। তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে বিহার এবং অন্ধপ্রদেশের জন্য মোট ৪১ হাজার কোটি টাকার আর্থিক সাহায্যের ঘোষণা করলেন কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

বিহারে বিভিন্ন সড়ক প্রকল্পের জন্য ২৬ হাজার কোটি টাকা এবং অমরাবতীতে নতুন রাজধানী নির্মাণের জন্য অন্ধ্রপ্রদেশকে চলতি অর্থবর্ষে অতিরিক্ত ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হবে বলে ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর।

এখানেই শেষ নয়, এছাড়াও অন্ধ্রপ্রদেশের গ্রামোন্নয়নে বরাদ্দ করা হল ২.৬৬ লক্ষ কোটি টাকা। এদিকে বিহারে ৪টি এক্সপ্রেসওয়ে ও ব্রিজ তৈরিতে বরাদ্দ করা হচ্ছে ২৬ কোটি টাকা। বন্যা নিয়ন্ত্রণে দুহাত তুলে বরাদ্দ। যদিও এই খাতে পশ্চিমবঙ্গের জন্য কোনো বরাদ্দই করা হয়নি।

বিহারে হাইওয়ের জন্য ২৬ হাজার কোটি, তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য ২১ হাজার কোটি বরাদ্দ করা হল। পাশাপাশি নতুন বিমানবন্দর, মেডিক্যাল কলেজও তৈরির ঘোষণা হল বাজেটে। বিহারের পাটনা-পূর্ণিয়া এক্সপ্রেসওয়ের ঘোষণাও করেছে কেন্দ্র। সব মিলিয়ে দুই শরিক দলের জন্য বাজেটে (Union Budget 2024) দু’হাত তুলে ঘোষণা কেন্দ্রের।

Union Budget 2024-25

আরও পড়ুন: Big Breaking: ৩ লাখ টাকা অবধি করশূন্য, স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়িয়ে হল ৭৫,০০০! আর কী কী ঘোষণা হল?

এদিকে এই বাজেটে বিহার ও অন্ধ্রপ্রদেশকে ঢেলে দেওয়ার পরই সুর চড়িয়েছে বিরোধীরা। ২০২৪ লোকসভা ভোটের পর প্রথম কেন্দ্রীয় বাজেটকে ‘Andhra-Bihar Budget’ বলে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। ওদিকে কেন্দ্র সরকারকে তোপ দেগে তৃণমূল নেতা কুণাল ঘোষ লিখেছেন, ‘এটা কেন্দ্রীয় বাজেট নয়। এটা কুর্সি রাখতে অন্ধ্র ও বিহারকে তোষণের বাজেট। ফের বাংলাকে বঞ্চনা।’

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর