বাংলা হান্ট ডেস্কঃ শনিবার তৃতীয় মোদী সরকারের (Central Government) প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এদিন সকাল ১১টা থেকে বাজেট পেশ করেন তিনি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবারের বাজেটে (Union Budget 2025) কী কী ঘোষণা করেন তা নিয়ে বিগত কয়েকদিন ধরেই জোর জল্পনা কল্পনা চলছিল, অবশেষে মিলল সেই উত্তর। চিকিৎসা শিক্ষা থেকে শুরু করে আইআইটি, এবারের বাজেটে একগুচ্ছ ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গেই নারীদের অর্থনৈতিকভাবে আরও সবল করে তুলতে বড় ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
কেন্দ্রীয় বাজেটে (Union Budget 2025) মহিলাদের জন্য বড় উদ্যোগ!
এদেশের মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে নানান সময়ে সরকারের তরফ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এবারের বাজেটে এমনই আরেকটি উদ্যোগের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। নির্মলা (Nirmala Sitharaman) জানান, প্রথমবার যে সকল মহিলারা উদ্যোগপতি হতে চলেছেন, তাঁদের জন্য আগামী ৫ বছরের জন্য ২ কোটি অবধি টার্ম লোনের সুবিধা থাকবে।
একটি নামি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ কেন্দ্রীয় বাজেটে (Union Budget 2025) একটি নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথমবার যে সকল নারীরা উদ্যোগপতি হতে চলেছেন, তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তফশিলি জাতি এবং তফশিলি উপজাতির উদ্যোগপতিরা এই সুবিধা পাবেন বলে খবর।
আরও পড়ুনঃ রেশন দুর্নীতিতে গ্রেফতার! ১৪ বছর পর বিধানসভায় আসনবদল বালুর! কোথায় বসবেন জ্যোতিপ্রিয়?
বাজেট পেশের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, আগামী ৫ বছরে এদেশের অন্তত ৫ লক্ষ নারী উদ্যোগপতিকে (Female Entrepreneurs) এই সুবিধা প্রদান করা হবে। তফশিলি জাতি ও উপজাতি শ্রেণির মহিলারা যারা নিজেদের উদ্যোগে কিছু করতে চান, তবে মূলধনের অভাবে সেই পরিকল্পনা বাস্তবায়িত করতে পারছেন না, এবার তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল সরকার।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী এদিন বলেন, গ্লোবাল অর্থনীতির নিরিখে আমাদের অর্থনীতি অত্যন্ত তাড়াতাড়ি উন্নয়ন করছে। বিগত এক দশকে আমাদের উন্নয়নের রেখা উপরের দিকে উঠেছে। এই অর্থনৈতিক উন্নয়ন সমগ্র বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। জানা যাচ্ছে, এবারের বাজেটে (Union Budget 2025) দারিদ্রতা দূরীকরণ থেকে শুরু করে নানান অর্থনৈতিক ক্ষেত্রে মহিলাদের আরও বেশি করে অংশগ্রহণকে উৎসাহ প্রদানের জন্য একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে।