Budget 2025: পোস্ট অফিসের ভোলবদল! বাজেটেই বড় ঘোষণা করে দিলেন অর্থমন্ত্রী! কাদের লাভ হবে?

বাংলা হান্ট ডেস্কঃ মহিলাদের জন্য নতুন প্রকল্প থেকে কৃষকদের জন্য একাধিক উদ্যোগ, ২০২৫ সালের বাজেটে (Union Budget 2025) একগুচ্ছ ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তৃতীয় দফায় দিল্লির কুর্সি দখলের পর মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। স্বাভাবিকভাবেই এদিন নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) কী ঘোষণা করেন সেদিকে নজর ছিল গোটা দেশের। অবশেষে সেই সকল প্রশ্নের উত্তর মিলল। আইআইটি থেকে পোস্ট অফিস, এদিন একাধিক ক্ষেত্রে বড় ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

পাল্টে যাচ্ছে পোস্ট অফিসের ভোল! বাজেটে (Union Budget 2025) বড় ঘোষণা

এদিন পোস্ট অফিস (Post Office) নিয়ে বড় ঘোষণা করেন নির্মলা সীতারামন। তিনি জানান, ভারতীয় পোস্টকে এবার বৃহৎ রাষ্ট্রায়ত্ত লজিস্টিক সংস্থায় পরিণত করা হবে। ১.৫ লক্ষ গ্রামীণ পোস্ট অফিস এবার গ্রামীণ অর্থনীতির ক্ষেত্রে বড় ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এই সিদ্ধান্তের ফলে কারা উপকৃত হবে, সেটাও ঘোষণা করেছেন তিনি।

Union Budget 2025

বাজেট (Union Budget 2025) পেশের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, ‘ভারতীয় পোস্টকে এবার বৃহৎ রাষ্ট্রায়ত্ত লজিস্টিক সংস্থায় পরিণত করা হবে। ১.৫ লক্ষ গ্রামীণ পোস্ট অফিস এবার গ্রামীণ অর্থনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে’। নির্মলা জানান, এই সিদ্ধান্তের ফলে মহিলা, স্বনির্ভর গোষ্ঠী, নতুন ব্যবসায়ী, ‘বিশ্বকর্মা’, ক্ষুদ্র, ছোট এবং মাঝারি ব্যবসা ও বৃহৎ ব্যবসায়িক সংস্থা লাভবান হবে।

আরও পড়ুনঃ Budget 2025: লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা? মহিলাদের জন্য বড় স্কিম ঘোষণা অর্থমন্ত্রীর! কারা সুবিধা পাবেন?

এদিনের বাজেটে আয়কর নিয়েও বড় ঘোষণা করেন কেন্দ্রীয় (Central Government) অর্থমন্ত্রী। তিনি জানান, আগামী সপ্তাহে নতুন আয়কর বিল আসতে চলেছে।

Union Budget 2025

একইসঙ্গে কর ছাড়ের সীমা ৭ লক্ষ টাকা থেকে বৃদ্ধি করে ১২ লক্ষ টাকা করার কথা ঘোষণা করেন নির্মলা সীতারামন। এর ফলে মধ্যবিত্তের অনেকখানি স্বস্তি বাড়ল বলে মত অভিজ্ঞমহলের।

Union Budget 2025

এছাড়া বাজেট (Union Budget 2025) পেশের আগেই এবার কোন কোন জিনিসের দাম কমতে চলেছে তা নিয়ে নানান জল্পনা কল্পনা চলছিল। সেই ঘোষণাও করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। মোবাইল ফোন থেকে শুরু করে ৩৬টি জীবনদায়ী ওষুধ, এলইডি টিভি, ইলেকট্রিক গাড়ি সহ বেশ কয়েকটি জিনিসের মূল্য এবার হ্রাস পেতে চলেছে বলে ঘোষণা করেন তিনি।।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর