Budget 2025: মধ্যবিত্তের জন্য ধামাকা! ১২ লক্ষ পর্যন্ত আয়ে কর শূন্য, বিরাট ঘোষণা বাজেটে

Last Updated:

বাংলা হান্ট ডেস্কঃ তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেট (Union Budget)। এই নিয়ে টানা অষ্টমবার বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বিহারের পদ্মশ্রীপ্রাপকের হাতে তৈরি মধুবনী শাড়ি পরে বাজেট পেশ অর্থমন্ত্রীর (Nirmala Sitharaman)। ‘আমাদের লক্ষ্য সব কা বিকাশ’ বললেন অর্থমন্ত্রী।

১২ লক্ষ পর্যন্ত আয়ে কর শূন্য, বিরাট ঘোষণা বাজেটে। উল্লেখ্য, এই রোজগারের মধ্যে ক্যাপিটাল গেইন থাকলে সে ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য নয়। তৃতীয় মোদী জমানার বাজেটে মধ্যবিত্তের জন্য বড় স্বস্তি। ফলত বছরে ১২ লক্ষের আয়ে ৮০ হাজার টাকা সাশ্রয়। অর্থমন্ত্রীর ঘোষণা, ‘আগামী সপ্তাহে আসছে নতুন আয়কর বিল’। নতুন বিলে আয়করে আরও সরলীকরণের আশ্বাস দিয়েছেন সীতারমণ। বাজেটে চাকুরিজীবীদের কথা মাথায় রেখে ইনকাম ট্যাক্স বা আয়করে পরিবর্তন কেন্দ্রের। (Income Tax)

আয়কর ছাড়ের পরিমাণ ৭ লক্ষ থেকে বাড়িয়ে ১২ লক্ষ টাকা পর্যন্ত করায় মধ্যবিত্তের স্বস্তি অনেকটাই ফিরবে বলে মত অভিজ্ঞমহলের।

অর্থমন্ত্রীর ঘোষিত নয়া আয়কর স্ল্যাব অনুযায়ী, ০ থেকে ৪ লক্ষ টাকা করে কোনও কর নেই।

৪-৮ লক্ষ টাকা- ৫ শতাংশ আয়কর
৮-১২ লক্ষ টাকা – ১০ শতাংশ আয়কর
১২-১৬ লক্ষ টাকা – ১৫ শতাংশ আয়কর
১৬-২০ লক্ষ টাকা – ২০ শতাংশ আয়কর
২০-২৫ লক্ষ টাকা – ২৫ শতাংশ আয়কর
২৫ লক্ষ টাকার উপরে – ৩০শতাংশ আয়কর

Nirmala Sitharaman saree for Union Budget 2025 who gifted her

নতুন করকাঠামো অনুযায়ী, বিভিন্নরকম ছাড়, বিনিয়োগ, স্ট্যান্ডার্ড ডিডাকশন এসব ধরে ১২ লক্ষ ৭৫ হাজার টাকা পর্যন্ত রোজগারের ক্ষেত্রে বেতনভুকদের কোনও কর প্রদান করতে হবে না। এরপর বার্ষিক ১৮ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম যাদের তারাও ৭০ হাজার টাকা পর্যন্ত ছাড় পাবেন। বার্ষিক ২৫ লক্ষ টাকা পর্যন্ত রোজগার হলে ছাড় মিলছে ১ লক্ষ ১০ হাজার টাকা। এর থেকে বেশি রোজগারের ক্ষেত্রেও করের পরিমাণ অনেক কমবে।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X