Budget 2025: কৃষকদের জন্য ধামাকা প্রকল্প আনল সরকার, বাড়ল কিষাণ ক্রেডিট কার্ডের লোনের সর্বোচ্চসীমাও

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেট (Union Budget)। এই নিয়ে টানা অষ্টমবার বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বিহারের পদ্মশ্রীপ্রাপকের হাতে তৈরি মধুবনী শাড়ি পরে বাজেট পেশ অর্থমন্ত্রীর (Nirmala Sitharaman)। নিজের বক্তব্যের শুরুতেই প্রান্তিক কৃষকদের কথা নির্মলার মুখে। হল একাধিক বড় ঘোষণা। Budget 2025

বাজেটে রাজ্যের সঙ্গে পার্টনারশিপে জেলাভিত্তিক প্রোগ্রামের কথা বললেন অর্থমন্ত্রী। নির্মলা বলেন, এর ফলে ১ কোটি ৭০ লক্ষ কৃষক উপকৃত হবেন।
আগামী ৬ বছরের মধ্যে ডাল উৎপাদনে আত্মনির্ভর হবে ভারত। ভোজ্য তেল দেশেই উৎপাদনের কথা জানালেন অর্থমন্ত্রী। পরিযায়ী শ্রমিকদের উদ্দেশে বিশেষ বার্তা নির্মলার। যাতে পরিযায়ী হিসেবে অন্য কোথাও গিয়ে কাজ করতে না হয় তার জন্য গ্রামাঞ্চলে উন্নয়নের বার্তা অর্থমন্ত্রীর।

বিশেষ নজর বিহারে

বিহারে তৈরি হতে চলেছে মাখানা বোর্ড। ঘোষণা অর্থমন্ত্রীর। একই সাথে কিষাণ ক্রেডিটের ঋণের সীমা নিয়েও বড় ঘোষণা বাজেটে। জল্পনা ছিলই। সেই মতোই বাড়ছে কিষাণ ক্রেডিটের ঋণের সীমা। কৃষকদের কথা মাথায় রেখে কিষাণ ক্রেডিট কার্ডের লোনের সর্বোচ্চসীমা ৩ লক্ষ থেকে বাড়িয়ে ৫ লক্ষ করা হল।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানালেন এবার ধন ধান্য কৃষি যোজনা চালু হচ্ছে দেশে।

কি এই প্রকল্প? জানুন

বাজেটে ঘোষণা, ধন ধান্য কৃষি যোজনার ফলে ১.৭ কোটি কৃষকদের সাহায্য করা হবে। গ্রামীণ যুব প্রজন্ম, মহিলা ও ভূমিহীন কৃষকরা এর আওতায় আসবেন। কৃষকদের কথা মাথায় রেখে বড় ঘোষণা। কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি এই প্রকল্পের মাধ্যমে সরকার গ্রামীণ এলাকায় অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করবে।

Nirmala Sitharaman saree for Union Budget 2025 who gifted her

আরও পড়ুন: Budget 2025: এবারেও বড় চমক! বাজেট পেশ করতে কোন শাড়িতে সাজলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী? রইল ‘তার’ ইতিহাস

এর মূল লক্ষ্য হবে আধুনিক কৃষি পদ্ধতি অবলম্বন করে, ফসলের ফলন ও উৎপাদন বৃদ্ধি, সামগ্রিক গুণমান উন্নত করা। কৃষকদের এই প্রক্রিয়ায় আর্থিক সহায়তা এবং ভর্তুকি প্রদান করবে মোদি সরকার। Budget 2025

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X