বাংলাহান্ট ডেস্কঃ বাজেট ২০২০ পেশ করতে গিয়ে টানা ২ ঘণ্টা ৪৫ মিনিট বক্তৃতা দেওয়ার পর শারীরিক কারনে থামতে হল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে। প্রসঙ্গত গতবার ২ ঘণ্টা ১৭ মিনিট ধরে সংসদে পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এবার সেই রেকর্ড ভাঙলেন তিনি।
শনিবার বাজেট বক্তৃতার ২ ঘণ্টা ৪৫ মিনিটের মাথায় হঠাৎ অস্বস্তি অনুভব করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ । বক্তৃতার মাঝপথেই ঘামতে ঘামতে বেঞ্চে বসে পড়েন তিনি। সেই সময় অন্য মন্ত্রিরা তার শারীরিক অবস্থা জানতে আসেন। অস্বাভাবিক হারে নেমে গিয়েছিল তার রক্তচাপ। সাংসদদের দেখা যায় তাকে ক্যান্ডি ও জল খাওয়াতেও।
সামান্য সুস্থ হয়ে তিনি জানান তিনি বাকি দুটি পাতা শেষ করতে চান, লোকসভা তাকে কিছু সময় বিশ্রাম নিতে পরামর্শ দেন। জানা যাচ্ছে তিনি শীঘ্রই তার বাজেট বক্তৃতা শেষ করবেন। প্রসঙ্গত ১৯৯১ সালে ঐতিহাসিক সংস্কারী বাজেট পেশ করবার সময় ততকালীন অর্থমন্ত্রী ও পরবর্তী কালের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও দুই ঘন্টার ওপরে সময় নিয়েছিলেন।যশবন্ত সিনহাও ২ ঘণ্টা ১৫ মিনিট ধরে পেশ করেছিলেন পূর্ণাঙ্গ বাজেট।
এবছর ২০১৯ সালের ক্ষমতায় আসার পর এটাই প্রথম বাজেট মোদী সরকারের। দেশ জোড়া বেহাল অর্থনীতি ও বেকারত্বের কারনে দেশের সকল মানুষের নজর রয়েছে এই বাজেটে। বাজেটে বেড়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। আবার ছাড়ব মিলছে ব্যক্তিগত আয়করে। যদিও মোটের ওপর বাজেট জনমোহিনী নয়। বেকারত্ব সমস্যাকে তেমন গুরুত্বে সাথে দেখেনি সরকার।