স্বস্তির খবরঃ ভারতে করোনা রিকভারি রেট বেড়ে ৭০ শতাংশ হয়েছে, প্রাণহানির মামলা এই প্রথম দুই শতাংশের নীচে

বাংলা হান্ট ডেস্কঃ ভারতে (India) করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রালয় মঙ্গবাল প্রেস কনফারেন্স করে। আর ভারতে করোনার বর্তমান পরিস্থিতি নিয়ে অবগত করায়। মন্ত্রালয় জানাউ, ভারতে করোনার মামলা বৃদ্ধি পাচ্ছে ঠিকই, কিন্তু ভাইরাসের কারণে প্রাণহানির মামলার হার কমছে। স্বাস্থ্য মন্ত্রালয়ের সচিব রাজেশ ভূষণ বলেন, প্রথমবার করোনার কারণে হওয়া মৃত্যুর হার দুই শতাংশের থেকে নীচে নেমেছে। উনি বলেন, বর্তমানে ভারতে করোনার কারণে হওয়া মৃত্যুর হার ১.৯৯ শতাংশ হয়েছে।

আরেকদিকে জানা যায় যে, দেশে বর্ধিত করোনার মামলার মধ্যেই রিকভারি রেটও বেড়েছে। এটি একটি ভালো সঙ্কেত হিসেবেই দেখা হচ্ছে। বর্তমানে ভারতে রিকভারি রেট বেড়ে ৭০ শতাংশ হয়েছে। করোনার ভ্যাকসিনের জন্য রাশিয়ার সাথে গাঁট বন্ধন নিয়ে সরকারে যোজনার ব্যাপারে মন্ত্রালয় জানায়, সরকার ভ্যাকসিন নিয়ে রাষ্ট্রীয় বিশেষজ্ঞ কমিটির গঠন করেছে। আর এই কমিটি কাল বৈঠক করবে। এই কমিটি ভ্যাকসিনের উপলব্ধতা থেকে শুরু করে সমস্ত ইস্যু নিয়েই কাজ করবে।

মন্ত্রালয় সচিব বলেন, ভারতে ১১ আগস্ট পর্যন্ত করোনা ভাইরাসে ঠিক হওয়া রোগীর সংখ্যা ১৫ লক্ষ পার করেছে। এটি ভারতের কাছে স্বস্তির বিষয়। উনি জানান, এটা সম্ভব হওয়ার প্রধান কারণ হল ভারতের ক্লিনিক্যাল প্রোটোকলকে সঠিক ভাবে লাগু করা হয়েছে। দেশে ১০ আগস্ট ৫৪ হাজার ৮৫৯ জন করোনা ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়েছেন। এত একদিনে ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যার রেকর্ড।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর