বাংলা হান্ট ডেস্ক : উত্তর ২৪ পরগনার সন্দেশখালির (Sandeshkhali) ঘটনায় উত্তপ্ত হয়ে রয়েছে রাজ্যের রাজনৈতিক মহল। বিচারপতি গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে রাজ্যপাল, নিন্দনীয় এই ঘটনায় সরব হয়েছেন সকলেই। আর এবার রাজ্য সরকারের রিপোর্ট তলব করল অমিত শাহের (Amit Shah) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সম্প্রতি এমনই খবর মিলল সংবাদ মাধ্যম পিটিআই সূত্রে।
প্রসঙ্গত উল্লেখ্য, চলতি মাসের ৫ তারিখ সন্দেশখালির সরবেড়িয়া গ্রামে গিয়ে বিপাকে পড়েন ইডি (Enforcement Directorate) আধিকারিকরা। রেশন দুর্নীতি (Ration Scam) সংক্রান্ত তদন্ত করতে তৃণমূল নেতা শাহজাহান শেখের (Shahjahan Sheikh) বাড়িতে পৌঁছেছিলেন ইডির দলবল। বিস্তর ডাকাডাকির পরেও যখন শাহজাহানের সাড়া পাওয়া যায়নি তখনই ইডির উপর আক্রমণ শানায় সশস্ত্র গ্রামবাসীরা।
লাঠি, পাথর, ইঁট ছোড়া হয় ইডি আধিকারিকদের উদ্দেশ্যে। গাড়ির কাঁচ ভেঙে হাতিয়ে নেওয়া ল্যাপটপ এবং অন্যান্য সামগ্রী। কয়েকশো গ্রামবাসীর রোষের মুখে অসহায়ের মত ফিরে আসে আক্রান্ত ইডি আধিকারিকরা। আর এই পুরো বিষয়টি ঘটতে থাকে শাহজাহান শেখের বাড়ির সামনেই। মোট তিনজন ইডি কর্তা জখম হন ওই হামলায়। একটি কেস ফাইলও করা হয় ইডি-র পক্ষ থেকে।
আরও পড়ুন : ‘এটা আমি হতে দেবনা…’, রাম মন্দির ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়
এরপর বনগাঁয় তৃণমূল নেতা শঙ্কর আঢ্যকে গ্রেফতারের পরে তার বাড়ি থেকে বেরোনোর সময় ঠিক একইরকম ঘটনার সম্মুখীন হয় ইডি অফিসাররা। একটার পর একটা আক্রমণাত্মক ঘটনায় রীতিমত হতভম্ব রাজ্যের রাজনৈতিক মহল। উদ্বেগ প্রকাশ করেছে রাজ্যপাল সিভি আনন্দ বোস। একইসাথে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব।