দলত্যাগ জল্পনার মাঝে মুখ খুললেন গড়করি! মিথ্যাচারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

বাংলা হান্ট ডেস্কঃ সাম্প্রতিক সময়ে দেশের রাজনীতিতে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি (Nitin Gadkari)। একের পর এক বিতর্কিত টুইট এবং মন্তব্যের জেরে ক্রমশ বিজেপির (Bharatiya Janata Party) জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন গড়করি। এদিন তাঁর একটি টুইট ঘিরে ফের শুরু হল বিতর্ক। একটি টুইট করে বিজেপি নেতা বলেন, “রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য আমার নামে মিথ্যাচার করে বেরোচ্ছে কিছু মানুষ।” পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। তবে এক্ষেত্রে তাঁর আক্রমণের কেন্দ্রবিন্দুতে কারা রয়েছেন, সে বিষয়ে কোনো স্পষ্ট ধারণা মেলেনি।

সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি। বিগত বেশ কয়েক মাস ধরেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি। কখনো নিজের দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেওয়া হোক, তো কখনো আবার রাজনীতি ছেড়ে দেওয়ার প্রসঙ্গ তুলে একের পর এক জল্পনার সৃষ্টি করেন তিনি। সদ্য মহাত্মা গান্ধীর প্রসঙ্গ টেনে তিনি জানান, “মাঝেমধ্যে মনে হয়, রাজনীতি ছেড়ে দিই।” এরপরই বিজেপি দল ত্যাগ প্রসঙ্গে একাধিক জল্পনার সৃষ্টি হয়। পরবর্তীতে অবশ্য এহেন কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি গড়করিকে।

সম্প্রতি একটি ভিডিও বার্তায় কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “পদ থাক বা না থাক, সে প্রসঙ্গে আমি কোনো রকম পরোয়া করি না।” একই সঙ্গে দলের বিরুদ্ধে গিয়ে তিনি জানান, “সরকার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না।” স্বাভাবিকভাবেই তাঁর এই সকল বক্তব্যের পর ক্রমশ জল্পনা বাড়তে থাকে।

উল্লেখ্য, কেন্দ্রীয় মন্ত্রী পদে বহাল থাকলেও ইতিমধ্যে বিজেপির সংসদীয় বোর্ড থেকে গড়করিকে সরানো ঘিরে দলত্যাগ জল্পনা আরো বৃদ্ধি পায়। বর্তমানে ভারতীয় জনতা পার্টিতে সিনিয়র সদস্য হওয়ার সত্ত্বেও দলের বিরুদ্ধে এহেন মন্তব্য কেন্দ্রীয় নেতৃত্ব যে ভালো চোখে দেখেনি, সেই প্রসঙ্গেও একাধিক সূত্র মিলতে শুরু করে। উল্লেখ্য, সম্প্রতি বিজেপি নেতার একের পর এক সোশ্যাল মিডিয়া পোস্টের পর থেকেই দলের অন্দরে একটি অংশ ক্রমশ তাঁর বিরুদ্ধে প্রচার শুরু করে। প্রচারে দাবি করা হয়, ভবিষ্যতে বিজেপি দলে আর থাকতে চাইছেন না নীতিন গড়করি। সেই জন্যই তিনি বিতর্কিত মন্তব্য করে চলেছেন।

nitin gadkari

তবে এদিন টুইটের মাধ্যমে তাদের সেই সকল দাবি এক প্রকার উড়িয়ে দিলেন গড়করি। তিনি লেখেন, “আমার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হচ্ছে। এসবই করা হয়ে চলেছে কেবলমাত্র রাজনৈতিকভাবে সুবিধার স্বার্থে। আমার বক্তব্যকে ভুল ভাবে উপস্থাপন করা হচ্ছে। তবে এই অপপ্রচারের বিরুদ্ধে আওয়াজ তুলবো।” একইসঙ্গে তিনি জানান, “দল, কর্মী এবং সরকারের স্বার্থে মিথ্যাচারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হলেও আমি পিছপা হবো না।” তবে এক্ষেত্রে আক্রমণের কেন্দ্রবিন্দুতে কারা ছিলেন, সে প্রসঙ্গে অবশ্য এদিন খোলসা করেননি গড়করি।


Avatar
Sayan Das

সম্পর্কিত খবর