বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে আপনি যদি বৈদ্যুতিক গাড়ি কেনার পরিকল্পনা করেন, তাহলে এই খবরটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি মঙ্গলবার জানিয়েছেন যে, আগামী দুই বছরে বৈদ্যুতিক গাড়ির দাম পেট্রোল গাড়ির সমান হয়ে যাবে। যা নিঃসন্দেহে গাড়ি ও বাইক চালকদের জন্য অত্যন্ত আনন্দের খবর।
পাশাপাশি, কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন যে, প্রযুক্তি এবং সবুজ জ্বালানীতে দ্রুত অগ্রগতি বৈদ্যুতিক অটোমোবাইলের দাম কমিয়ে আনবে। এর ফলে আগামী দুই বছরে ইলেকট্রিক গাড়ির দাম পেট্রোল চালিত গাড়ির সমান হয়ে যাবে। পাশাপাশি, এই উদ্যোগকে দেশজুড়ে একটি বিপ্লব হিসেবে দেখা হচ্ছে।
মঙ্গলবার লোকসভায় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের ২০২২-২৩ আর্থিক বর্ষে অনুদানের দাবিতে উত্তর দিচ্ছিলেন নীতিন গড়করি। কার্যকরী দেশীয় জ্বালানীতে স্থানান্তরিত হওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে, গড়করি আশা প্রকাশ করেন যে, বৈদ্যুতিক জ্বালানী শীঘ্রই বাস্তবে পরিণত হবে। আর এতে দূষণের মাত্রাও কমবে বলে জানিয়েছেন তিনি।
এছাড়াও, গড়করি সাংসদদের হাইড্রোজেন প্রযুক্তি গ্রহণের আহ্বান জানান। তিনি সংসদ সদস্যদের নিজ নিজ এলাকার পয়ঃপ্রণালীর জলকে সবুজ হাইড্রোজেনে রূপান্তরিতকরণের উদ্যোগ নিতে বলেন। তিনি আরও বলেন যে, হাইড্রোজেন শীঘ্রই সস্তার জ্বালানির অন্যতম বিকল্প হবে।
এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী জানান যে, “লিথিয়াম-আয়ন ব্যাটারির দাম দ্রুত কমছে। আমরা জিঙ্ক-আয়ন, অ্যালুমিনিয়াম-আয়ন, সোডিয়াম-আয়ন ব্যাটারি তৈরি করছি। সর্বোচ্চ দুই বছরের মধ্যে ইলেকট্রিক স্কুটার, গাড়ি, অটোরিকশার দাম পেট্রোল চালিত স্কুটার, গাড়ি এবং অটোরিকশার সমান হবে।”
তিনি আরও বলেন, “এর সুবিধা হল, আপনি যদি আজ পেট্রোলে ১০০ টাকা খরচ করেন, তাহলে বৈদ্যুতিক গাড়ি চালাতে এই খরচ নেমে আসবে ১০ টাকায়।” উল্লেখ্য যে, কয়েকদিন আগেই সবুজ হাইড্রোজেন ফুয়েল কার (Green Hydrogen Fuel Cell Car) লঞ্চ করেছিলেন নীতিন গড়করি।
হিসেব অনুযায়ী, গ্রিন হাইড্রোজেন চালিত গাড়ি চালানোর জন্য প্রতি কিলোমিটারে ১ টাকারও কম খরচ হবে। অথচ পেট্রোলে চলমান গাড়ির দাম প্রতি কিলোমিটারে ৫-৭ টাকা। ইতিমধ্যেই Toyota Kirloskar Motor-এর FCEV Toyota Mirai গাড়ি এই পাইলট প্রকল্পের অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, নতুন লঞ্চ করা গাড়িগুলিতে মাত্র ৫ মিনিটের মধ্যেই হাইড্রোজেন ভরা যাবে। এরপরে গাড়িগুলি ৫৫০ কিলোমিটার পর্যন্ত যেতে সক্ষম হবে। এই প্রসঙ্গে পরিবহণমন্ত্রী বলেন, এখন ৬ থেকে ৭ ডলারের (প্রায় ৫০০ টাকা) খরচে গাড়ি ১ কেজি হাইড্রোজেন থেকে ৫৫০ কিলোমিটার পর্যন্ত চলবে। অর্থাৎ ৫০০ টাকায় ৫৫০ কিলোমিটারের দূরত্ব অতিক্রম করতে খরচ হবে প্রায় ৯০ পয়সা।