রাতের ঘুম উড়ল শিক্ষকদের! শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতেই চরম বার্তা সুকান্তর, তোলপাড় রাজ্য!

বাংলা হান্ট ডেস্কঃ বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) এবার নয়া দায়িত্ব পেয়েছেন। মোদী ৩.০ সরকারে শিক্ষা মন্ত্রকের ডেপুটির আসনে আসীন হয়েছেন তিনি। মঙ্গলবার প্রথমবার এই কুর্সিতে বসেই অবৈধ চাকরিপ্রাপকদের উদ্দেশে কড়া বার্তা দেন BJP নেতা। ‘আজ না হোক কাল, চাকরি তো যেতেই হবে’, স্পষ্ট বলেন সুকান্ত।

সাদা কাপড়ে মোড়া আসন, পাশে রয়েছে তেরঙ্গা। পিছনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। ধবধবে সাদা পাঞ্জাবি পরে গতকাল শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন সুকান্ত। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ডেপুটি হিসেবে কাজ করবেন তিনি। একদিকে পশ্চিমবঙ্গ যখন শিক্ষক নিয়োগ দুর্নীতি (Bengal Teacher Recruitment Scam) নিয়ে উত্তাল, তখন কেন্দ্রে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন বালুরঘাটের সাংসদ।

শিক্ষা-ডেপুটির (Union Minister of State for Education) পদে আসীন হওয়ার দিনই অবৈধ চাকরিপ্রাপকদের কড়া বার্তা দেন সুকান্ত। BJP নেতা বলেন, ‘নিজেরা পরীক্ষা দিয়ে, নিজের যোগ্যতায় যারা চাকরি পেয়েছেন, তাঁদের কষ্টটা বুঝতে পারি। কারণ একদিন আমি নিজেও SSC দিয়ে বছর খানেক একটি স্কুলে চাকরি করেছি। নিজেদের মেধা, যোগ্যতার ভিত্তিতে যারা চাকরি পেয়েছেন, তাঁদের পাশে আমরা রয়েছি। তবে অবৈধভাবে যারা চাকরি পেয়েছেন, আজ না হোক কাল, তাঁদের চাকরি তো যেতেই হবে’।

আরও পড়ুনঃ লোকসভা ভোটে ভালো ‘রেজাল্ট’ করেও চাপে কংগ্রেস, রাজ্যসভা নিয়ে সংকটে রাহুলদের দল!

শিক্ষক নিয়োগ দুর্নীতি (Bengal Recruitment Scam) নিয়ে দীর্ঘদিন ধরে উত্তাল রাজ্য রাজনীতি। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন। জেলের চার দেওয়ালের মধ্যে জীবন কাটছে তাঁর। বাংলার বহু শীর্ষ আমলারও নাম জড়িয়েছে এই মামলায়।

Sukanta Majumdar

এই প্রসঙ্গে সুকান্ত বলেন, ‘বিগত কয়েক বছরে বাংলায় যেভাবে মামলাগুলি প্রকাশ্যে এসেছে, তাতে বাংলা তথা বাঙালির মান-সম্মান অনেকটাই নোংরা হয়েছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলবন্দি। উনি এবং আমি একইসঙ্গে একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি-তে এনরোল করেছিলাম। এটা খুব একটা গর্বের নয়’। বাংলার বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলার পাশাপাশি সুকান্ত এও বলেন, এই অবস্থা বাংলার চিরন্তন পরিচয় না। সবাই মিলে চেষ্টা করে রাজ্যকে এই পরিস্থিতি থেকে বের করে আনা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর