বাংলাহান্ট ডেস্ক : দেশে ক্রমাগত বেড়ে চলেছে জনসংখ্যা। এদিন রায়পুরের ন্যাশানাল ইনস্টিউট অফ বায়োটেক স্ট্রেস ম্যানেজমেন্টে ‘গরিব কল্যাণ সম্মেলনে’ অংশগ্রহণ করেন প্রহ্লাদ প্যাটেল। আর এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেই তিনি বলেন, দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে আনতে এবার নয়া আইন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার।
মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল জানান, শীঘ্রই জনসংখ্যা নিয়ন্ত্রণে আইন আনা হবে। তবে কবে এই আইন আসবে? বা এই আইনে কী বলা হবে? সেই বিষয়ে কিছু জানাননি তিনি। মূলত জনসংখ্যা সংক্রান্ত একটি প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, “চিন্তা করার কিছু নেই। শীঘ্রই একটি নতুন আইন আনা হবে”। ইতিমধ্যেই তার এই মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল কারণ সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য সংসদে বলেছেন যে, ‘জনসংখ্যা নিয়ন্ত্রণে কেন্দ্র সফলভাবে সচেতনতা প্রচার করছে এবং স্বাস্থ্য ক্যাম্প চালিয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, ক’দিন আগেই মহারাষ্ট্র নব নির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুরোধ করেছিলেন, অবিলম্বে জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন আনুন।কিছু বিজেপি সাংসদ দাবি করেছিলেন, দুই সন্তানের নিয়ম কঠোরভাবে না মানা হলে জরিমানা করা হবে। যদিওবা কেন্দ্রীয় মন্ত্রী সর্বসমক্ষে পরিসংখ্যান তুলে দিয়ে বলেছেন, সরকার জোর করে বা বাধ্যতামূলক নিয়ম জারি না করে, সচেতনতার প্রচার চালিয়ে নিজেদের কাজ করছে।
প্রসঙ্গত উল্লেখ্য, বিজেপির অনেক নেতারাই জনসংখ্যা নিয়ন্ত্রণে আইন আনার দাবি তুলেছেন। বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে সংসদেও। স্বাধীনতার পর থেকে এখনও পর্যন্ত সংসদে ৩৫ বার এই বিল পেশ করা হয়েছিল। কিন্তু কোনওবারই তা আইনে পরিণত হয়নি। এদিন কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেলের কথাকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।