বাংলা হান্ট ডেস্কঃ নাগরিকতা সংশোধন আইন (CAA) এর বিরোধিতা করা আর কাগজপত্র না দেখানো মানুষদের উপর শনিবার কেন্দ্রীয় আইন মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ (Ravi Shankar Prasad) কড়া আক্রমণ করেন। কেন্দ্রীয় মন্ত্রী গুজরাটের কেবড়িয়ায় একটি অনুষ্ঠানে সিএএ বিরোধীদের উপর হামলা করেন।
Union Minister Ravi Shankar Prasad: I would like to tell my liberal leftist friends – defeat us & form your own govt. You don't teach us secularism, inclusion & human rights. Have you ever talked about human rights of victims of terrorism & extremist violence? Never. pic.twitter.com/HmCQvsRx7V
— ANI (@ANI) February 29, 2020
ওই অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় কেন্দ্রীয় মন্ত্রী বলেন, কিছু মানুষ বলছেন যে সিএএ আইনের বিরোধিতায় তাঁরা কোন কাগজপত্র দেখাবেন না। যারা কাগজ দেখাবে না বলছে, তাঁরাই আবার ভগবান শ্রী রাম অযোধ্যায় জন্ম নিয়েছিলেন সেটার প্রমাণ চান। গোটা বিশ্ব হাজার হাজার বছর ধরে মেনে আসছে যে ভগবান শ্রী রাম অযোধ্যাতেই জন্মগ্রহণ করেছিলেন। ওঁরা এটা মানতে চায়না, কারণ ওদের বুদ্ধিসম্পন্ন বেইমান।
রবিশঙ্কর প্রসাদ বলেন, আমি উদারবাদি বামপন্থী বন্ধুদের বলতে চাই যে, আমাদের হারাও নিজেদের সরকার বানাও। আমাদের ধর্মনিরপেক্ষতা, আর মানবাধিকারের শিক্ষা দিতে হবেনা আপনাদের। আপনারা কখনো সন্ত্রাস আর চরমপন্থীদের হিংসায় অত্যাচারিতদের মানবাধিকার নিয়ে বলেছে? কখনো না।