‘কেন্দ্র আবাস যোজনার টাকা পাঠালেও মানুষের কাছে তা পৌঁছাচ্ছে না’, মেদিনীপুর থেকে মুখ্যমন্ত্রীকে তোপ স্মৃতি ইরানির

বাংলা হান্ট ডেস্কঃ বিগত কিছুদিন ধরে বঙ্গে একের পর এক প্রকাশ্যে আসছে আবাস যোজনার দুর্নীতি (Awas corruption)। বড় বড় নেতা মন্ত্রীদের নাম জ্বলজ্বল করছে আবাস যোজনার তালিকায়। অন্যদিকে ন্যায্য দাবি থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। এর জেরেই  এবার কেন্দ্রীয় মন্ত্রীর কাছে ক্ষোভ উগরে দিলেন রামনগর বিধানসভার পিছাবনীর বাসিন্দারা।

প্রসঙ্গত, দু-দিনের সফরে পূর্ব মেদিনীপুরে এসেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি জুবিন ইরানি (Smriti Irani)। মেদিনীপুরে পৌঁছেই তিনি প্রথমে লবণ সত্যাগ্রহ শহিদ স্মারকে পুষ্পার্ঘ্য অর্পণ করতে রামনগর বিধানসভার অন্তর্গত পিছাবনীতে যান। সেখানেই তিঁনি কথা বলেন স্থানীয় মানুষের সাথে। এরপর গ্রামবাসীদের কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা সেই বিষয়ে জানতে চাইলে মন্ত্রীর কাছে বঞ্চনার ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাচ্ছেন না বলে অভিযোগ জানান তাঁরা। গ্রামবাসীদের দাবি, প্রয়োজন থাকা সত্ত্বেও তাঁরা তাঁদের ন্যায্য ঘর থেকে বঞ্চিত হচ্ছেন। সাথেই দীর্ঘদিন ধরে পিছাবনী স্বাস্থ্যকেন্দ্রটি বন্ধ আছে বলেও মন্ত্রীর নিকট অভিযোগ জানান তাঁরা।

irani

কেন্দ্রীয় মন্ত্রী সকলের অভাব-অভিযোগের কথা শুনে স্থানীয় প্রশাসন ও নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। পাশাপাশি যাঁরা বাড়ি পাননি, তাঁদের নামের তালিকা তৈরি করার ব্যাপারে দলীয় নেতৃত্বকে নির্দেশ দেন স্মৃতি ইরানি। তবে এ বিষয়ে রাজ্যকেই কাঠগড়ায় তুলেছেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি। তিঁনি জানান, “আবাস যোজনায় ঘর পাওয়া বাংলার মানুষের অধিকার। আমরা নিরন্তর টাকা দিচ্ছি। কিন্তু বাংলার মানুষ কেন্দ্রীয় সুবিধা বা পরিষেবা কেন পাচ্ছে না তার উত্তর দিদিকে দিতে হবে।” পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্রে কেন পরিষেবা বন্ধ রয়েছে সে ব্যাপারেও মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে বলেও দাবি জানান স্মৃতি ইরানি। শুধু তাই নয় গ্রামবাসীর অভিযোগের বিষয়টি ওপর মহলে পৌঁছে দেওয়ার আশ্বাসও দেন কেন্দ্রীয় মন্ত্রী।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর