কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে রাজ্য পুলিশের নজরদারি, বিস্ফোরক সুভাষ সরকার

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় মন্ত্রীর (Union Minister) দিল্লির বাড়িতে চলছে রাজ্য পুলিশের নজরদারি! শুধু তাই নয়, করা হচ্ছে ভিডিয়োগ্রাফিও! বুধবার এমনই বিস্ফোরক অভিযোগ এনে রাজ্য পুলিশের বিরুদ্ধে সরব কেন্দ্রীয় মন্ত্রী তথা বাঁকুড়ার বিজেপি সাংসদ (BJP MLA) সুভাষ সরকার (Subhas Sarkar)।

ঠিক কী অভিযোগ করলেন কেন্দ্রীয় মন্ত্রী? সুভাষ সরকারের অভিযোগ, “আমার দিল্লির বাড়ির সামনে ভিডিয়োগ্রাফি করছিল। যখন আমার বাড়িতে কয়েকজন সাংসদের আসার কথা, সেই সময় আমার বাড়ির সামনে ভিডিয়োগ্রাফি করছিল। তাঁদের পাকড়াও করে দেখা গেল, তাঁদের কাছে রাজ্য পুলিশের আইকার্ড। আমাদের ওই এলাকাতে যে পুলিশ চৌকি আছে, সেখানে তাঁকে সমর্পণ করে দিই। আমাদের সহনশীলতা কতটা দেখুন। আমরা তাঁকে পেটাই করিনি, কোনও অভিযোগও করিনি।”

পাশাপাশি তিঁনি বলেন, “ওই ২ জনকে দিল্লি পুলিশের হাতে তুলে দিয়ে ‘সহ্যশক্তি’র পরিচয় দিয়েছি। আমরা তাঁদের পেটাইনি। কোনও লিখিত অভিযোগও করিনি।’’ তাঁর সংযোজন, ‘‘পশ্চিমবঙ্গ পুলিশেরও সহ্যশক্তি শেখা দরকার। পশ্চিমবঙ্গ সরকার আগ্রাসী। এরা এক জন মন্ত্রীর বাড়িতেও ভিডিয়োগ্রাফি করার সাহস পায়।’’

subash sarkar

অন্যদিকে, গেরুয়া নেতার এই অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করেছে শাসকদল তৃণমূল (TMC)। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে কটাক্ষ করতেও ছাড়েনি জোড়াফুল শিবির। এই বিষয়ে তৃণমূল মুখপাত্র তাপস রায় বলেন, ‘‘সব কিছুর মধ্যেই ওঁরা তৃণমূলের চক্রান্ত দেখতে পান। সত্যিই ওখানে নজরদারি চলছিল কি না সেটা আগে নিশ্চিত হোক। বিজেপির বন্ধুদের ব্যক্তিগত, পারিবারিক বা অন্তর্দলীয় কিছু হলেও তাঁরা তৃণমূলের হাত দেখতে পান।’’


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর