বাংলাহান্ট ডেস্ক: জীবন যুদ্ধে লড়াই থামল আরও এক রাজনৈতিক ব্যক্তিত্বের, প্রাণ হারালেন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিং (Jaswant Singh)। রাজনীতির ইতিহাসে এই মহান ব্যক্তিত্ব তাঁর কৃতিত্বের অমর ছাপ রেখে গেছেন। মৃত্যুকালে এই বিজেপি নেতার বয়স হয়েছিল ৮২ বছর। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা রাজনৈতিক মহল জুড়ে।
শোকবার্তা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী
দেশের এই মহান নেতার মৃত্যুতে শোকাহত প্রধানমন্ত্রী ট্যুইট করে জানান, ‘দেশের মানুষের সেবায় নিয়োজিত ছিলেন এই মানুষটি। জীবনের প্রথম পর্বে একজন দেশ প্রেমিক জওয়ান হিসাবে এবং পরের দিকে একজন দক্ষ রাজনীতিবিদ হিসেবে অটলজি সরকারের সময়কালে দেশের অর্থ, প্রতিরক্ষা ও বিদেশমন্ত্রীর দায়িত্ব তিনি পালন করেছেন। সর্বোপরি বিজেপি দলকে প্রতিষ্ঠা করতে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর মৃত্যুতে আমি গভীর শোকাহত’।
শোকাহত প্রতিরক্ষামন্ত্রীও
রবিবার সকালে এই মহান নেতার মৃত্যুতে প্রধানমন্ত্রীর পাশাপাশি শোকবার্তা ট্যুইট করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও। তিনি জানিয়েছেন, ‘দেশের একজন গুরুত্ত্বপূর্ণ মন্ত্রী ও সাংসদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেতে সক্ষম হয়েছিলেন বর্ষীয়ান বিজেপি নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিং। দেশের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দেশকে নানাভাবে শত্রুপক্ষের হাত থেকে রক্ষা করেছেন। এই মহান মানুষের মৃত্যুতে গভীর ভাবে শোকাহত আমরা সকলেই’।