কেন্দ্রীয় মন্ত্রীর নাতনীকে দিনে-দুপুরে গুলি করে হত্যা! তুঙ্গে শোরগোল

Published On:

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত চাঞ্চল্যকর আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, বিহারের গয়ায় কেন্দ্রীয় মন্ত্রী জিতন রাম মাঞ্জির নাতনিকে গুলি করে হত্যা (Murder) করা হয়েছে। মৃতার নাম সুষমা দেবী।

কেন্দ্রীয় মন্ত্রীর নাতনীকে গুলি করে হত্যা (Murder):

সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই ঘটনায় সুষমা দেবীর স্বামী রমেশকে অভিযুক্ত করা হয়েছে। এমতাবস্থায়, পুলিশ এই বিষয়ে তদন্ত শুরু করেছে। এছাড়াও, অভিযুক্ত স্বামীর খোঁজে অভিযান চালানো হচ্ছে বলেও জানা গিয়েছে।

Union Minister's granddaughter shot dead in broad daylight murder.
মৃতার পরিজনেরা

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই চাঞ্চল্যকর ঘটনাটি (Murder) ঘটেছে আটারি ব্লকের তেতুয়া গ্রামে। সুষমা আটারি ব্লকে “বিকাশ মিত্র” হিসেবে কাজ করতেন। এদিকে, অভিযুক্ত রমেশ পাটনায় ট্রাক চালান।

আরও পড়ুন: জমে গেল খেলা! আমেরিকা এবং চিনের মধ্যে শুরু “লড়াই”, কীভাবে লাভবান হচ্ছে ভারত?

জানা গিয়েছে, বুধবার দুপুর ১২টা নাগাদ এই ঘটনা ঘটেছে। অভিযুক্ত রমেশ সুষমাকে গুলি করে (Murder) পিস্তলটি ফেলে দিয়ে চম্পট দেন। গুলির শব্দ শুনে, স্থানীয় মানুষেরা সুষমার বাড়িতে পৌঁছে দেখেন যে, সুষমা ঘরে পড়ে রয়েছেন।

আরও পড়ুন: বুড়ো হাড়ে ভেলকি! IPL-এ বড় চমক ধোনির, গড়লেন নয়া রেকর্ড

তারপরেই সুষমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই, পুলিশ মামলার তদন্ত শুরু করেছে। এমতাবস্থায়, এই ঘটনার (Murder) পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই সমগ্র গ্রামে তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রসঙ্গত উল্লেখ্য যে, ১৪ বছর আগে রমেশ ও সুষমা অসবর্ণ বিবাহ করেছিলেন।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X