ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করল অমিত শাহের মন্ত্রক

বাংলাহান্ট ডেস্কঃ ২৯ এপ্রিল নির্বাচন শেষ হয়ছে। গণনা হল ২ মে। একুশের নির্বাচনে এবার গতবাররের মতই একচ্ছত্র ভাবে ক্ষমতা ধরে রাখল তৃণমূল কংগ্রেস। তবে গণনা মিটতেই রাজ্যের চারিদিক থেকে হিংসার খবর প্রকাশ্যে আসছে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সোমবার একটি সাংবাদিক বৈঠক করে বলেছেন যে, ‘বেনজির ভোট পরবর্তী হিংসা হচ্ছে পশ্চিমবঙ্গে।” এবার ভোট পরবর্তী হিংসার ঘটনায় রাজ্য সরকারের কাছে রিপোর্ট করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে একটি টুইট করে জানানো হয় যে, বাংলায় ভোট এবং ফল প্রকাশের পর বিরোধী দলের নেতা-কর্মীদের উপর যেই হিংসার ঘটনা হয়েছে, তা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে একটি বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে।

তবে শুধু স্বরাষ্ট্র মন্ত্রকই না, রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও। রাজ্যপাল লিখেছেন, রাজ্যে আইনশৃঙ্খলা নিয়ে উদ্বিগ্ন তিনি। এমনকি তিনি এই পরস্থিতি নিয়ে আলোচনার জন্য রাজ্য পুলিশের ডিজিপিকেও ডেকে পাঠিয়েছেন।

https://twitter.com/jdhankhar1/status/1389191975002251264

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর