বাংলাহান্ট ডেস্ক : ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (Union Public Service Commission) দেশের অন্যতম কঠিন পরীক্ষা। প্রতিবছর বহু ছাত্র-ছাত্রী এই পরীক্ষায় বসেন সফলতার আশায়। তবে তার মধ্যে থেকে খুব কম সংখ্যক পরীক্ষার্থী সফলতা লাভ করেন। প্রথমবারেই এই পরীক্ষায় সফল হওয়া অসম্ভব বলে মনে করেন অনেকে। তবে তার মধ্যেও থাকে কিছু ব্যতিক্রম।
শুধুমাত্র মেধাবী হলেই হয় না, কঠিন এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য দরকার ধৈর্য ও অধ্যবসা। দেশের প্রথম দৃষ্টিশক্তিহীন প্রার্থী প্রাঞ্জল পাটিল এই অসম্ভবকে সম্ভব করে সবাইকে চমকে দিয়েছেন। ভারতের প্রথম দৃষ্টি প্রতিবন্ধী IAS (Indian Administrative Service) অফিসার হয়ে তিনি নতুন রেকর্ড সৃষ্টি করেছেন। প্রাঞ্জলের বাস মহারাষ্ট্রের উলহাসনগরের।
আরোও পড়ুন : এবার চাঁদে মিলল বিপুল জলের সন্ধান! ISRO নয়া তথ্য প্রকাশ্যে আনতেই তুমুল শোরগোল
অনেক ছোট বয়সে তার দৃষ্টিশক্তি চলে যায়। তবুও তিনি ছেড়ে দেননি পড়াশোনা। মুম্বইয়ের কমলা মেহতা দাদর স্কুল ফর দ্য ব্লাইন্ডে শুরু শিক্ষা জীবন। সেন্ট জেভিয়ার্স কলেজে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক হন তিনি। জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারন্যাশনাল রিলেশনে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।
আরোও পড়ুন : ফের সন্দেশখালিতে CBI! শাহজাহান নয়, এবার কার বাড়িতে হানা দিল গোয়েন্দারা? শোরগোল
তারপর করেন পিএইচডি এবং এম.ফিল। ২০১৬ এবং ২০১৭ সালে পরীক্ষায় বসে তার নম্বর আসে ৭৪৪ ও ১২৪। ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য আলাদা করে কোচিং নেননি তিনি। প্রাঞ্জল জানিয়েছেন, পরীক্ষার প্রস্তুতির জন্য তিনি এমন একটি সফটওয়্যার ব্যবহার করেছিলেন যা শুনে তিনি পড়া মুখস্থ করে নিতেন। সেভাবেই তিনি বুঝে নিতে থাকেন।
সিভিল সার্ভিস পরীক্ষায় ২০১৭ সালে সফলতা অর্জন করার পর প্রাঞ্জল কেরালার এর্নাকুলামে সহকারী কালেক্টর হিসাবে নিযুক্ত হন। বর্তমানে তিনি সামলাচ্ছেন তিরুঅনন্তপুরমের সাব-কালেক্টরের দায়িত্ব। তবে প্রাঞ্জলের লড়াই কিন্তু এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ নয়। এর আগে তাকে চাকরি দেওয়া হয়েছিল রেলে। ভারতীয় রেলওয়ে অ্যাকাউন্টস সার্ভিসে প্রাঞ্জলকে রিজেক্ট করা হয় দৃষ্টি শক্তি না থাকার কারণে।