শুরু হয়ে গেল UPSC সিভিল সার্ভিসেস পরীক্ষার আবেদন প্রক্রিয়া! পদ্ধতি থেকে সিলেবাস, জেনে নিন বিস্তারিত

বাংলাহান্ট ডেস্ক : শুরু হয়েছে UPSC সিভিল সার্ভিসেস পরীক্ষার আবেদন প্রক্রিয়া। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) জানাচ্ছে, এই অনলাইন আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৫ই মার্চ সন্ধ্যা ছটা পর্যন্ত। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে (upsc.gov.in) ভিজিট করে আবেদন করতে পারেন ইচ্ছুকরা। একই সাথে প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসেস পরীক্ষার বিজ্ঞপ্তিও। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রার্থীরা আগামী ৫ই মার্চ সন্ধ্যা ছটা পর্যন্ত আবেদন করতে পারবেন।

আরোও পড়ুন: সন্দেশখালি ঢুকতে বাধা! ২৪ ঘন্টার মধ্যেই অ্যাকশন শুরু শুভেন্দুর, হাই কোর্টে মামলা বিরোধী দলনেতার

শূন্যপদের সংখ্যা: UPSC সিভিল সার্ভিসেসের মাধ্যমে পূরণ করা হবে ১,০৫৬-র কাছাকাছি শূন্যপদ। নিয়োগ করা হবে আইএএস (ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস), আইপিএস (ইন্ডিয়ান পুলিশ সার্ভিস), আইএফএস (ইন্ডিয়ান ফরেন সার্ভিস) অফিসারের মতো পদগুলোতে।চল্লিশটি পদ সংরক্ষিত রয়েছে বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য। 

কতবার পরীক্ষা দেওয়া যাবে : UPSC সিভিল সার্ভিসেসের প্রিলিমিনারি পরীক্ষা সাধারণ ক্যাটাগরির প্রার্থীরা ৬ বার দিতে পারেন। তবে সেই ভাবে ঊর্ধ্বসীমা রাখা হয়নি তফসিলি জাতি ও তফসিলি উপজাতিভুক্ত প্রার্থীদের জন্য। অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীরা ৯ বার সুযোগ পান। বিশেষভাবে সক্ষম প্রার্থীরাও সর্বোচ্চ ৯ বার সুযোগ পান পরীক্ষা দেওয়ার।

আরোও পড়ুন : সন্দেশখালিতে অমানুষিক নির্যাতন! এবার মুখ খুললেন তৃণমূল সাংসদ, বড় বয়ান দেবের

শিক্ষাগত যোগ্যতা :  যে কোনও স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকলেই UPSC সিভিল সার্ভিসেস পরীক্ষায় আবেদন করা যায়।

বয়সসীমা : এই পরীক্ষায় বসার জন্য নূন্যতম বয়স হতে হয় ২১ বছর। যে সকল প্রার্থীদের ২০২৪ সালের ১ অগস্টে বয়স ৩২ হয়নি, তারা আবেদনের যোগ্য।

upsc declares results of civil services main examination 2022

আবেদন ফি : আবেদন মূল্য বাবদ সাধারণ প্রার্থীদের ১০০ টাকা দিতে হবে। তবে আবেদন মূল্য লাগবে না মহিলা প্রার্থী, তফসিলি জাতিভুক্ত প্রার্থী, তফসিলি জনজাতিভুক্ত প্রার্থী, বিশেষভাবে সক্ষম প্রার্থীদের।

পরীক্ষার দিন : UPSC সিভিল সার্ভিসেসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৬ মে। মেইন পরীক্ষা শুরু হবে ২০ সেপ্টেম্বর থেকে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর