বাংলাহান্ট ডেস্ক : ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ UPSC (Union Public Service Commission) নিয়ে দেশের তরুণ-তরুণীদের মধ্যে উৎসাহ বরাবরই তুঙ্গে। ভারতের সবথেকে কঠিন পরীক্ষা হিসাবে বিবেচিত UPSC ক্র্যাক করা মুখের কথা নয়। অধ্যাবসা ও বুদ্ধিমত্তার জোড়ে UPSC পরীক্ষায় সফল প্রার্থীদের নিযুক্ত করা হয় IPS, IAS ও IFS অফিসার হিসাবে।
Union Public Service Commission নিয়ে তথ্য
তবে IAS (Indian Administrative Service) এবং IPS (Indian Police Service) অফিসারের মধ্যে প্রধান পার্থক্যটা ঠিক কোথায়? এই দুই প্রশাসনিক অফিসারের মধ্যে শক্তিশালী কে? এই প্রশ্ন আমাদের অনেকের মনেই উঁকি দেয়। চলুন আজ আমরা জেনে নেব এই দুই পদের অফিসারদের মধ্যে ঠিক ফারাকটা কোথায়?
আরোও পড়ুন : জি বাংলার মেগার পরিচালক ‘নিষিদ্ধ’ টেলিপাড়ায়! অথৈ জলে সিরিয়ালের ভবিষ্যৎ
কারা হতে পারেন IAS অফিসার? UPSC পরীক্ষায় যারা সর্বোচ্চ নম্বর পান তাদের IAS অথবা ভারতীয় প্রশাসনিক পরিষেবা পদে নিযুক্ত করা হয়ে থাকে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বা জেলার প্রধান হিসাবে কাজ করতে হয় IAS অফিসারদের। অপরদিকে, IPS বা ভারতীয় পুলিশ পরিষেবার মাধ্যমে পুলিশের উঁচু পদে বসানো হয় প্রার্থীকে।
আরোও পড়ুন : ফের নয়া নজির সৃষ্টির পথে ভারত! মহাকাশে তৈরি হবে ইতিহাস, বাজিমাত করবে শুভ্রাংশু শুক্লা
ট্রেইনি IPS থেকে একজন ব্যক্তি DGP বা ইন্টেলিজেন্স ব্যুরো, সিবিআই প্রধান পর্যন্ত পদের জন্য নির্বাচিত হতে পারেন। প্রশাসন, নীতি নির্ধারণ ও তার বাস্তবায়নের গুরু দায়িত্ব থাকে একজন আইএএস অফিসারের উপর। অন্যদিকে, এলাকার শান্তি শৃঙ্খলা ও অন্যান্য অপরাধ প্রতিরোধের দায়িত্ব থাকে আইপিএস অফিসারের কাঁধে।
সরকারের বিভিন্ন বিভাগ ও মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাতে হয় একজন আইএএস অফিসারকে। তবে একজন আইপিএস মূলত পুলিশ বিভাগের কাজ দেখাশোনা করে। এই দুই পদের গুরুত্ব আমাদের দেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই পদের অফিসারদের ছাড়া দেশ পরিচালনা সম্ভব নয়। তাই IPS ও IAS – এই দুই বিভাগের গুরুত্ব সমানভাবে সমাদৃত।