প্রথম চেষ্টাতেই বাজিমাত UPSC’তে! লোকসভার স্পিকারের IAS কন্যাকে নিয়ে এখন চর্চা তুঙ্গে

   

বাংলাহান্ট ডেস্ক : ইউপিএসসিকে (Union Public Service Commission) ভারতের সবথেকে কঠিন পরীক্ষা হিসেবে গণ্য করা হয়। বহু প্রার্থী বছরের পর বছর পরীক্ষা দিয়েও সফলতা পান না এই পরীক্ষায়। BJP সাংসদ তথা লোকসভার স্পিকার ওম বিড়লার (Om Birla) মেয়ে প্রথম চেষ্টাতেই দুর্দান্ত ফল করেছিলেন ইউপিএসসিতে।

দ্বিতীয়বারের জন্য স্পিকার পদে শপথ নেওয়ার পর ওম বিড়লার মেয়েকে নিয়ে এখন তুমুল চর্চা নেট মাধ্যমে। ওম বিড়লা রাজস্থানের কোটা লোকসভা আসন থেকে জয়লাভ করে সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন। ওম বিড়লার মেয়ে অঞ্জলি একজন IAS (Indian Administrative Service)। জানেন অঞ্জলির পরিচয়?

আরোও পড়ুন : DA না বাড়লেও ফের নয়া ছুটি, কবে মিলবে? বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ সরকার

আইএএস অফিসার অঞ্জলি প্রথম চেষ্টাতেই ইউপিএসসি ক্র্যাক করে সবাইকে চমকে দিয়েছিলেন। এই বিজেপি সাংসদের দ্বিতীয় কন্যা অঞ্জলি। পেশায় রাজনীতিবিদ হলেও ওম বিড়লা প্রথম থেকেই কন্যাকে পড়াশোনায় উৎসাহ জুগিয়েছেন। অঞ্জলি ২০১৯ সালে প্রথমবার ইপিএসপি পরীক্ষায় বসেন। ২০২০ সালে ফল প্রকাশিত হয়।

আরোও পড়ুন : জেলা শাসকের দপ্তরে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ চলছে! আকর্ষণীয় মাইনে, কিভাবে আবেদন করবেন?

ফল প্রকাশ হওয়ার পর ওম বিড়লার ছোট মেয়ে অঞ্জলি দুর্দান্ত ফল করে সবাইকে চমকে দেন। অঞ্চলির নাম ওঠে UPSC রেজাল্টের কর্ম এবং প্রশিক্ষণ বিভাগের রিজার্ভ তালিকায়। পরীক্ষায় তাঁর প্রাপ্ত নম্বর ছিল ৯৫৩। অঞ্জলির পড়াশোনা রাজস্থানের কোটার সোফিয়া স্কুলে। এরপর তিনি ভর্তি হন দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত রামজস কলেজে।

navbharat times 80358586

কলেজে পড়াশোনা চলার সময় অঞ্জলি ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি শুরু করে দেন। রেল মন্ত্রকে বর্তমানে কর্মরত আইএএস আধিকারিক অঞ্জলি। অঞ্জলি জানিয়েছিলেন, বাবার রাজনৈতিক ক্যারিয়ার দেখেই তাঁর ইউপিএসসি ক্র্যাক করার ইচ্ছা জাগে। তাঁকে সব সময় উৎসাহ জুগিয়েছেন তাঁর বাবা ও মা। দিদি আকাঙ্খা বিড়লাও প্রতিটা মুহূর্তে তাঁকে অনুপ্রেরণা দিয়েছেন।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর