UPSC ক্র্যাক করতে চান? বাংলার পড়ুয়াদের জন্য সুখবর! সুবর্ণ সুযোগ দিচ্ছে KSG IAS Academy

বাংলা হান্ট ডেস্ক : সর্বভারতীয় পরীক্ষার মধ্যে সবচেয়ে কুলীন এবং কঠিনতম পরীক্ষা হল UPSC Civil Service. শুধু ভারত নয়, এশিয়ার মধ্যেও সবচেয়ে কঠিন পরীক্ষা এটি। দেশের সমস্ত ধরণের ছাত্রছাত্রীই এই পরীক্ষাটিতে সফল হতে চায়।

লক্ষ লক্ষ যুবক-যুবতী বছরের পর বছর ধরে এই পরীক্ষার প্রস্তুতি নেয়। কিন্তু দেখা যায় মেরিট লিস্টে উত্তীর্ণ হয়েছেন তার কয়েক শতাংশই। তাহলে কেন বাকিরা পিছিয়ে সফলদের থেকে? কেনই বা মেরিট লিস্টে স্থান পাওয়া প্রার্থীরা বাকিদের থেকে কয়েক কদম এগিয়ে থাকেন সব সময়? তফাৎটা গড়ে দেয় সঠিক গাইডেন্স।

সঠিক গাইডেন্স পেলে যে কোনও মানের ছাত্রছাত্রীই এই পরীক্ষাটিতে উত্তীর্ণ হতে সক্ষম। বলা হয় পরিশ্রমের বিকল্প নেই। কিন্তু দিন বদলেছে, পাল্লা দিয়ে বদলেছে পরীক্ষার ধরন। সঙ্গে বেড়েছে প্রতিযোগিতা। ইন্ডিয়ান সিভিল সার্ভিস পেতে গেলে দরকার কঠিন পরিশ্রমের বদলে সঠিক দিকে, সঠিক পদ্ধতিতে পরিশ্রম।

ksg 2

 

ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষার সঠিক গাইডেন্সের বিশ্বস্ত প্রতিষ্ঠান হল KSG IAS Academy। এই প্রতিষ্ঠান জেনারেল স্টাডিজের ওপর বিশেষ ভাবে নজর দেয়। কে এস জি আইএএস একাডেমী তে রয়েছেন ডাক্তার খান এবং তার টিমের সদস্যরা। এখনো পর্যন্ত তাঁদের সাহায্যে ৫ হাজারেরও বেশি ছাত্রছাত্রী IAS IPS IFS সহ একাধিক সর্বভারতীয় পরীক্ষায় সফল ভাবে উত্তীর্ণ হয়েছেন। শুধু তাই নয় প্রত্যেক পরীক্ষায় প্রথম ১০-র মধ্যেও KSG-র ছাত্ররা একাধিক সংখ্যায় স্থান করে নেন।

KSG IAS Academy-র সফল কিছু ছাত্রছাত্রী :

Rank-1, Ishita Kishore (2022)

Rank-1,Shruti Sharma (2021)

Rank-1, Shubham Kumar (2020)

Rank-1, KanishakKataria (2018)

Rank-1, Tina Dabi (2016)

 

KSG IAS Academy সঠিক প্রশিক্ষণ পদ্ধতি বছরের পর বছর ধরে সেরা ছাত্র তৈরি করেছে। এমনও সময় গেছে যখন প্রথম ৫ জনের মধ্যে ৫ জনই KSG প্রতিষ্ঠানের ছাত্র। এমন কি, প্রথম ১০ জন স্থানাধিকারীর মধ্যে অন্তত ৮ জন KSG-র ছাত্রছাত্রীও রয়েছেন বহু সর্বভারতীয় পরীক্ষাতেই। KSG IAS Academy উজ্জ্বল রাস্তা খুলে দিয়েছে সাধারণ ছাত্র-ছাত্রীদের জন্য। ২০২২ থেকে ২০২৩ এই সময়ে ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় সফল ৯৩৩ জন ছাত্রছাত্রীর মধ্যে ৬৮২ জন KSG IAS Academy প্রতিষ্ঠানের ছাত্র।

সম্প্রতি KSG IAS Academy-র কলকাতার কেন্দ্রে দুটি স্কলারশিপ টেস্ট নিয়েছিল। শ্রেষ্ঠ ১০০ ছাত্রের জন্য পঞ্চাশ হাজার টাকা করে স্কলারশিপ দেওয়া হয়। ভারতের সর্বকনিষ্ঠ IAS মিস্টার আনসার শেখ-কেও আমন্ত্রণ জানানো হয়।

সম্প্রতি প্রশিক্ষণের জন্য KSG IAS Academy পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গেও যুক্ত হয়েছে। এই মুহূর্তে Salt Lake এর ATI-তে এবং রাজ্যের ২৬ টা জেলায় সরকারি স্টাডি সেন্টারে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। একইসঙ্গে সল্টলেকের পিটিআই বিল্ডিং-এও KSG IAS Academyর নিজেদের প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করেছে। পশ্চিমবঙ্গের ভাবি সিভিল সার্ভেন্ট এর জন্য কেজিএস আইএস একাডেমী ১ সেপ্টেম্বর থেকে আগামী পাঁচ দিনের জন্য ফ্রী ট্রায়াল ক্লাসের ব্যবস্থা করেছে।

বাংলার বুকে এমন একটি শিক্ষা প্রতিষ্ঠানের অভাব এতদিন বুঝেছিল আগামীদিনের সিভিল সার্ভেন্টরা। এবার মিটেছে সেই চাহিদা। KSG IAS Academy রাজ্যের ছাত্রছাত্রীদের সামনে এনে দিচ্ছে এক বিরাট সুযোগ। এবার ভারতের সিভিল সার্ভেন্ট হওয়ার স্বপ্ন দেখবে সকলেই KSG IAS Academy-র হাত ধরে।

For free 5 days trial class Registered here :- https://ksgkolkata.in/course/comprehensive-general-studies-pre-cum-main-10-month-foundation-course-for-ias-exam-2024/?utm_source=banglahunt&utm_medium=article-course

Contact details: KSG IAS Kolkata, 2nd Floor, PTI Building, College More, Salt Lake, Sector – 5, West Bengal, Kolkata-91

Ph.: +91 90077 09895

Email: kolkataksg@gmail.com

Avatar
Sudipto

সম্পর্কিত খবর