আরেব্বাস! এটা কী‌ বানিয়ে ফেললেন দুর্গাপুরের যুবক! অভিনব ড্রোন দেখে অভিভূত সকলেই

Published On:

বাংলাহান্ট ডেস্ক : দুর্গাপুরের (Durgapur) ধুবচুড়িয়া গ্রামের বাসিন্দা ছোটন ঘোষ। বহুদিন ধরেই নানান বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন নিজের গ্রামে বসেই। এমনকি প্লাস্টিকের বোতল দিয়ে কৃত্রিম চন্দ্রযান তৈরি করে তাক লাগিয়ে দিয়েছিলেন সবাইকে। এবার মানুষবহনকারী ড্রোন তৈরি করে নয়া নজির সৃষ্টি করলেন দুর্গাপুরের (Durgapur) এই যুবক।

ড্রোন তৈরি করে তাক লাগালেন দুর্গাপুরের (Durgapur) যুবক

জানা যাচ্ছে, ধুবচুড়িয়া গ্রামের বাসিন্দা ছোটন ঘোষ এমন একটি ড্রোন তৈরি করে ফেলেছেন যার মাধ্যমে আকাশপথে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত করা যাবে অনায়াসে। মানুষবহনকারী এই ড্রোনে (Drone) রয়েছে লোহার কাঠামো। চারটি হাইস্পিড পাখার ব্লেড রয়েছে ড্রোনের চার প্রান্তে। ড্রোনের স্টিয়ারিং তৈরিতে ব্যবহার করা হয়েছে সাইকেলের হ্যান্ডেল।

আরও পড়ুন : ‘গুজবে কান দেবেন না’! পার্ক সার্কাসে হিন্দুদের ওপর ‘হামলা’র অভিযোগে বড় দাবি কলকাতা পুলিশের

ইতিমধ্যেই দামোদরের চরের উপর ড্রোন উড়িয়ে প্রাথমিক পরীক্ষানিরীক্ষাও সেরেছেন ছোটন। সাড়ে তিন হাজার আরএমপির মোটর বসানো হয়েছে ড্রোনে। সেই মোটরের সাহায্যেই ঘুরছে পাখাগুলি। মোটর চালুর জন্য ২৪ ভোল্টের ব্যাটারি ব্যবহার করেছেন ছোটন। সাইকেলের হ্যান্ডেল দিয়ে তৈরি স্টিয়ারিংয়ের মাঝে রয়েছে অ্যাক্সিলারেটরও, যেটা কিনা ডানদিক-বাঁদিকে ঘুরিয়ে পিকআপ বাড়ানোর কাজে লাগবে।

আরও পড়ুন : মাঝ সমুদ্রে প্রাণ সংশয় পাকিস্তানি মৎস্যজীবীর! ভারতীয় নৌসেনার সহায়তায় বাঁচল প্রাণ

তবে হঠাৎ কেন মানুষবহনকারী ড্রোন তৈরির ভাবনা এল ছোটনের মাথায়? একটি সংবাদমাধ্যমকে দুর্গাপুরের (Durgapur) ছোটন জানান, ‘রাস্তায় যানজট থাকলে নাজেহাল হতে হয়। আকাশপথে উড়লে যানজট ঠেকানো যায়।’ পাশাপাশি আকাশে ওড়ার তীব্র আকাঙ্খা থেকেই তিনি এই ড্রোন তৈরি করেছেন বলেও উল্লেখ করেন।’ দামোদর চরে প্রথম ওড়ানো হল এই ড্রোনটি।

 

ছোটনের কথায় , ‘এই ড্রোন একজন চালককে বসিয়ে প্রায় ৮ ফুট উপরে উড়তে পারবে। একবার চার্জ দিলেই সাড়ে তিন কিলোমিটার পর্যন্ত যাওয়া যাবে। ড্রোনটি উড়িয়ে আরও পরীক্ষা করে আপগ্রেড করা হবে।’ প্রসঙ্গত উল্লেখ্য, দুর্গাপুরের ধুবচুড়িয়া গ্রামের বাসিন্দা ছোটনের পড়াশোনা মাধ্যমিক পর্যন্ত। এরপর বাবার সাথে কাজ শুরু করেন গ্যারেজে। গাড়ির প্রতি আগ্রহ ছিল ছোটবেলা থেকেই। গ্যারেজের স্বাভাবিক কাজকর্মের পাশাপশি চলত নানান বিষয় নিয়ে পরীক্ষা-নিরীক্ষা।

Unique drone invention by durgapur man

জানা গেছে, কিছু বছর আগে ১০ সিটের সৌরবিদ্যুত চালিত বাইক তৈরি করে সাড়া ফেলে দিয়েছিলেন মাধ্যমিক পাশ এই যুবক। এমনকি ইসরোর বিজ্ঞানীদের সম্মান জানানোর উদ্দেশ্যে তৈরি করে ফেলেন প্লাস্টিকের বোতলের চন্দ্রযানও। মোবাইল ফোন দ্বারা নিয়ন্ত্রিত সেই কৃত্রিম চন্দ্রযান উড়েও ছিল ৪০ ফুট উচ্চতায়।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X