বাংলাহান্ট ডেস্ক: বিয়ের (marriage) অনুষ্ঠান চলছে জোর কদমে। বিয়ের আসরে উপস্থিত বর কনে, পুরোহিত মন্ত্র পড়ছেন। এমনটাই তো দেখা যায় সব বিয়েবাড়িতে। নতুন কিছু নয়। তবে এই বিয়েতে কোথাও যেন একটা গোলমাল আছে।
বর কনে কোথায় বিয়ের সময় কাছাকাছি আসবে তা না, একহাত দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে রয়েছেন। আসলে সামাজিক দূরত্ব (social distancing) বজায় রাখতে হবে তো! হ্যাঁ, ঠিকই ধরেছেন। লকডাউনের (lockdown) মধ্যেই বিয়ের আসর বসিয়েছেন এই দুই গুণধর। দুজনের মুখেই মাস্ক। দূরত্ব বজায় রেখেই বিয়ের আসরে বসেছেন দুজন।
কিন্তু সামাজিক দূরত্ব বজায় রাখতে হলে মালাবদল হবে কিকরে? তাতেও চিন্তা নেই। এর জন্য মাথা খাটিয়ে এক অভিনব উপায় বের করেছেন বর কনে। দুটি বেশ লম্বা লাঠি দিয়ে ব্যালেন্স করে একে অপরের গলায় পরিয়ে দিয়েছেন মালা। উপস্থিত আত্মীয় স্বজনরাও আশীর্বাদ বর্ষণ করেছেন নববিবাহিত দম্পতির ওপর। ব্যাস, বিয়েও হল, সামাজিক দূরত্বও মানা হল।
এই ভিডিও এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এমন অভিনব কায়দায় বিয়ে দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। এমন ভাবেও যে বিয়ে করা যায় তা যে কারওর মাথাতেই আসেনি তাও স্বীকার করেছেন তারা। নানান রকম মন্তব্য করছেন তারা ভিডিওর কমেন্ট বক্সে। তবে এই ভিডিও কোথাকার তা জানা যায়নি।
যখন প্রশাসনের তরফ থেকে বারংবার বলা হচ্ছে লকডাউন মেনে চলতে, সামাজিক দূরত্ব বজায় রাখতে তখন কিভাবে লকডাউন অমান্য করে এমন বিয়ের আসর বসল সেই নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। আইন অমান্য করে ওই পরিবার যে নিজেদের ও বাকিদের বিপদ ডেকে এনেছেন তাও বলেছেন একাংশ।
https://twitter.com/vishkanyaaaa/status/1256252104630362119?s=19
এর আগে ডিজিটাল বিয়ে দেখা গেলেও এমন লকডাউনের তোয়াক্কা না করে বিয়ের ঘটনা তেমন দেখা যায়নি। লকডাউনের মধ্যেই ভিডিও কলে বিয়ের ঘটনা আগেও প্রকাশ্যে এসেছিল। বর কনে নিজেদের বাড়িতে থেকেই ভিডিও কলের মাধ্যমে সম্পন্ন হয়েছিল বিয়ে।