বাংলাহান্ট ডেস্ক : দিঘায় (Digha) অদ্ভুত দর্শনের মাছ ঘিরে শোরগোল পড়ল। পূর্ব মেদিনীপুর জেলার দিঘা মোহনায় অবস্থিত পূর্ব ভারতের বৃহত্তম সামুদ্রিক মাছ নিলাম কেন্দ্রে অদ্ভুত দেখতে এক সামুদ্রিক মাছের দেখা মিলল। আর এই অদ্ভুত দর্শনের মাছকে দেখতে পর্যটক ও স্থানীয়দের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। বিভিন্ন সময় দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ উঠে আসে।
সাম্প্রতিক সময়ে বৃহৎ আকারে তেলিয়া ভোলা মাছের দেখা পাওয়া গিয়েছিল দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে। এবার আর দানব আকৃতির তেলিয়া ভোলা মাছ নয়, ছোট গোল আকারের একটি অদ্ভুত দর্শনের মাছ (Unique Fish) কৌতূহলের সৃষ্টি করে। এদিন মৎস্য নিলাম কেন্দ্রে এই অদ্ভুত দর্শনের মাছটি আসে। স্থানীয় মৎস্যব্যবসায়ীদের থেকে জানা যায় মাছটি সুভাষ সাহুর ট্রলারে ধরা পড়েছে।
মাছটি দেখতে গোলাকার। দেখলেই মনে হবে, মাছটির মাথা ও দেহ আছে কিন্তু লেজ নেই। মাছটির মুখের আদল কিছুটা তেলাপিয়ার মত। কিন্তু তেলাপিয়ার থেকে অনেকটাই বড়। মাছটির মুখ খুব ছোট আকারের। স্থানীয় ভাষায় এই মাছটির নাম বৃহন্নলা মাছ। স্থানীয় মৎস্যজীবীদের কাছ থেকে জানা যায় এই মাছ সচরাচর দেখা যায় না।
এই অদ্ভুত দর্শনের মাছ নিয়ে স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে দু ধরনের মতামত শোনা যায়, কেউ কেউ জানায় এই মাছ খাওয়ার জন্য নয়। আবার কেউ কেউ জানায় এই মাছ ধরা পড়া এক প্রকার অশুভ ইঙ্গিত। মাছ ঘিরে যাই মতবাদ থাকুক না কেন এই অদ্ভুত দর্শনের মাছ দেখতে পর্যটক ও স্থানীয় মানুষজন এবং মৎস্যজীবীদের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়।