ভারতের সাতটি অদ্ভুত গ্রাম, যেখানে যাওয়ার আগে ভাবতে হবে ১০ বার! শেষেরটা সবথেকে আজব

বাংলাহান্ট ডেস্ক : বিশাল ভারতবর্ষে বিস্ময়কর কত কিছু জিনিস ছড়িয়ে রয়েছে। তবে আজ আমরা ভারতের কিছু অদ্ভুত গ্রাম (Unique Villages) সম্পর্কে বলবো যার সম্পর্কে আপনি জানলে অবাক হবেন। ভারতবর্ষের এই গ্রামগুলিতে অদ্ভুত কিছু নিয়ম চালু রয়েছে। এই নিয়মগুলি বাইরের মানুষদের কাছে খুবই অদ্ভুত ও রহস্যময়। চলুন ভারতবর্ষের এই আজব গ্রামগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।

১. মাত্তুর গ্রাম, কর্ণাটক (Mattur Village, Karnataka) : কর্ণাটকের এই গ্রামে সমস্ত অধিবাসী কথা বলেন সংস্কৃতে।

   

২. লংওয়া গ্রাম, নাগাল্যান্ড (Longwa Village, Nagaland) : লংওয়া গ্রাম অর্ধেক অবস্থিত ভারতবর্ষে ও বাকি অর্ধেক মায়ানমারে।

Village

৩. বড়ওয়া কলা গ্রাম, বিহার (Barwan Art Village): আপনারা জানলে অবাক হবেন বিহারের এই গ্রামে প্রথমবারের জন্য বিয়ের সানাই বাজে ২০১৭ সালে। তার আগে এই গ্রামের সকল অধিবাসী অবিবাহিত ছিল। ব্যাচেলর অফ ভিলেজ বলেও অনেকে এই গ্রামকে সম্মোধন করে থাকেন।

৪. শনি সিঙ্গানাপুর, বিহার (Shani Shingnapur Village, Bihar) : এই গ্রামের অধিবাসীরা কখনো নিজেদের বাড়ির দরজা বন্ধ করেন না। এমনকি বহু বাড়িতে দরজা পর্যন্ত নেই।

৫. হিওয়া বাজার গ্রাম, মহারাষ্ট্র (Hivrebajar, Maharashtra) : কোটিপতি গ্রাম বলা হয় মহারাষ্ট্রের এই গ্রামটিকে। ৫০ জনেরও বেশি কোটিপতি এই গ্রামে বসবাস করেন।

Village

৬. শেটপাল গ্রাম (Shetpal Village) : মানুষ ও কোবরা একই ছাদের নিচে থাকে এই গ্রামে।

৭. খনোমা গ্রাম (Khonoma Village) : ভারতের প্রথম সবুজ গ্রাম বলা হয় খানোমাকে। গাছ কাটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এই গ্রামে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর